Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ‘পাকিস্তানের সঙ্গে সেটিং করেই অপারেশন সিঁদুর!’ বিস্ফোরক দাবি তৃণমূল নেতার
জেলা

‘পাকিস্তানের সঙ্গে সেটিং করেই অপারেশন সিঁদুর!’ বিস্ফোরক দাবি তৃণমূল নেতার

Email :106

অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে ফের রাজনৈতিক বিতর্কে আগুন। এবার প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক ও পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর দাবি, “পাকিস্তানের সঙ্গে আগে থেকেই সেটিং করেই এই অপারেশন সিঁদুর চালু করেছে কেন্দ্র সরকার। পুরো বিষয়টাই যুদ্ধ যুদ্ধ খেলা, নাটক ছাড়া আর কিছু নয়।”

সদ্য একটি দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, “বিজেপি সরকার সিঁদুর খেলা (Operation Sindoor) শুরু করেছে। কিন্তু মনে রাখতে হবে এই সিঁদুর শুধু সাজের নয়, এটা বাঙালির রক্ত (Operation Sindoor), মায়ের সিঁথির সিঁদুর। যদি সেটা নিয়ে খেলা করে, তাহলে তাদের উচিত শিক্ষা দিতে হবে। যারা বাবা-মায়ের সিঁদুর নিয়ে খেলে, তাদের ডাস্টবিনে ফেলে দিতে হবে।”

এই বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই মন্তব্যকে “দেশবিরোধী” বলে কড়া ভাষায় নিন্দা করেছেন। তাঁর অভিযোগ, “তৃণমূল এখন ভারতের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে। ওরা স্রেফ তোষণের রাজনীতি করছে। অপারেশন সিঁদুরের মতো সেনা-অভিযানকে (Operation Sindoor) অপমান করছে।”

বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “এই অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। পাকিস্তানকে চাপে রাখার পরিকল্পনা চলছে। একজন বিধায়ক হয়ে উনি যে কথা বলেছেন তা অত্যন্ত নিন্দাজনক ও লজ্জাজনক।”

রাজনৈতিক মহল মনে করছে, নরেন্দ্রনাথের এই মন্তব্য শুধু বিতর্ক নয় , ভবিষ্যতের ভোট রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts