Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • নৌকার ওপর ঝাঁপিয়ে ঘাড়ে কামড় দিয়ে নিয়ে গেল বাঘ! সুন্দরবনে হাহাকার মৎস্যজীবীদের পরিবারের
জেলা

নৌকার ওপর ঝাঁপিয়ে ঘাড়ে কামড় দিয়ে নিয়ে গেল বাঘ! সুন্দরবনে হাহাকার মৎস্যজীবীদের পরিবারের

sundarban a
Email :1

সুন্দরবনের (Sundarban) চামটার জঙ্গলে ফের বাঘের হামলা। গোসাবার কালিদাসপুরের বাসিন্দা মৎস্যজীবী চিরঞ্জীত মণ্ডলকে চোখের সামনে ধরে নিয়ে গেল বাঘ। এখনও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন চিরঞ্জীতের স্ত্রী, আতঙ্কে দিন কাটাচ্ছে গোটা গ্রাম (Sundarban)।

ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে (Sundarban)। পুলিশ ও বন দফতর সূত্রে খবর, ৩১ অগস্ট মাছ ধরতে গিয়েছিলেন চিরঞ্জীত মণ্ডল, তরুণ বৈদ্য ও অপূর্ব গায়েন। চামটার জঙ্গলের কাছে নৌকায় বসে মাছ ধরার সময় হঠাৎই নদীর ধারে উঠে আসে একটি বাঘ (Sundarban)। আচমকা নৌকায় ঝাঁপিয়ে পড়ে সেটি। মুহূর্তে তিন মৎস্যজীবী হকচকিয়ে যান।

চিরঞ্জীতের সঙ্গীরা জানান, তাঁরা বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে বাঘটিকে প্রতিহত করার চেষ্টা করেছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যে বাঘ চিরঞ্জীতকে ধরে টেনে নিয়ে যায় গভীর জঙ্গলের ভেতরে। তরুণ ও অপূর্ব প্রাণপণ ধাওয়া করেও কিছুই করতে পারেননি।

সন্ধ্যা নামার পরও চিরঞ্জীতকে খুঁজে না পেয়ে মঙ্গলবার বিকালে তাঁর সঙ্গীরা ফিরে এসে বন দফতর ও সুন্দরবন কোস্টাল থানায় খবর দেন। খবর পেয়েই পুলিশ ও বন দফতরের দল যৌথভাবে তল্লাশি শুরু করেছে।

গ্রামে খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। গোসাবার মানুষ এখন একটাই প্রশ্ন করছেন—কবে শেষ হবে সুন্দরবনে বাঘের হামলার এই রক্তাক্ত খেলা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts