Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • পার্ক সার্কাস থেকে শরৎ বসু রোড—স্টোনম্যানের টার্গেট কি শুধু ফুটপাতবাসী? আতঙ্কে তড়পাচ্ছে কলকাতা!
জেলা

পার্ক সার্কাস থেকে শরৎ বসু রোড—স্টোনম্যানের টার্গেট কি শুধু ফুটপাতবাসী? আতঙ্কে তড়পাচ্ছে কলকাতা!

arrested
Email :14

ফের স্টোনম্যানের (Stoneman) আতঙ্ক দক্ষিণ কলকাতায়! শরৎ বসু রোডে পিচবোর্ডের উপর ঘুমিয়ে থাকা এক যুবককে পাথর দিয়ে থেঁতলে খুনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল। পুলিশ সূত্রে খবর, এই নৃশংস হত্যাকাণ্ডের দায় ইতিমধ্যেই স্বীকার করেছে জয়নগর থেকে ধৃত রাজু নস্কর নামে এক ব্যক্তি (Stoneman)।

মৃতের নাম সোমনাথ চক্রবর্তী (Stoneman)। বাড়ি মহেশতলায়। তিনি বেশ কিছুদিন ধরে শরৎ বসু রোড সংলগ্ন ফুটপাথে আশ্রয় নিয়ে থাকতেন। বুধবার সকালে পথচলতি মানুষ দেখতে পান রক্তাক্ত অবস্থায় একটি দেহ পড়ে রয়েছে ফুটপাথে। মাথার কাছে একটি ভারী পাথর। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় টালিগঞ্জ থানাকে (Stoneman)।

পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে এবং ঘটনাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখা যায়, এক যুবক মধ্যরাতে এলাকায় ঘোরাফেরা করছে (Stoneman)। সেই সূত্র ধরেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থেকে রাজু নস্করকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কিছুদিন আগে সোমনাথের সঙ্গে ধৃত রাজুর (Stoneman) ঝামেলা হয়েছিল। সেই দ্বন্দ্ব থেকেই এই খুন বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি এখানেই থেমে নেই। পুলিশের সন্দেহ, স্টোনম্যান কায়দায় এ খুন কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।

এর আগেও কলকাতার পার্ক সার্কাস, রবীন্দ্র সরোবর ও লেক এলাকাতেও একাধিকবার ফুটপাতবাসীদের পাথর ও ব্লেড দিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। সেই সব ঘটনার সঙ্গে রাজুর কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দেখা গেছে, মৃতের কানে ও ডান হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এলাকার এক বাসিন্দা জানান, “দেহটা পিচবোর্ডের উপরে শোয়ানো ছিল। মাথার কাছে একটা বিশাল পাথর ছিল, অন্তত ১০ কেজি ওজন হবে। এটা যে খুন, তা বোঝাই যাচ্ছিল।”

এই ঘটনায় নতুন করে উদ্বেগ বাড়ছে শহরবাসীর মধ্যে। পুলিশের প্রাথমিক ধারণা, রাজুর মানসিক অবস্থা স্বাভাবিক নয়, তবে তার অতীতেও অপরাধের ইতিহাস আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্টোনম্যান কি শুধুই ফুটপাতবাসীদের টার্গেট করে? একের পর এক একই ধরনের খুনে জেগে উঠেছে আতঙ্ক (Stoneman)। পুলিশ জানিয়েছে, খুনের দায় স্বীকার করলেও রাজুকে হেফাজতে নিয়ে আরও জেরা করা হবে এবং অতীতের সমস্ত অনুরূপ অপরাধের সঙ্গে তাঁর সংযোগ খতিয়ে দেখা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts