Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “প্রকৃত ভোটারের নাম বাদ পড়লে আগুন জ্বালিয়ে দেব!”— বিস্ফোরক হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের, SIR নিয়ে চরম বিতর্কে বর্ধমান
জেলা

“প্রকৃত ভোটারের নাম বাদ পড়লে আগুন জ্বালিয়ে দেব!”— বিস্ফোরক হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের, SIR নিয়ে চরম বিতর্কে বর্ধমান

nisith malik
Email :2

বাংলার রাজনীতিতে ফের আগুন। এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক নিশীথ মালিক (Nisith Malik)। বর্ধমান উত্তরের এই তৃণমূল নেতা রবিবার সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন, “এসআইআর (SIR) নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। কিন্তু প্রকৃত ভোটারের নাম যদি বাদ দেওয়া হয়, আমরা আগুন জ্বালিয়ে দেব। এক জন বিজেপি নেতা-কর্মীকেও রেহাই দেওয়া হবে না।”

রবিবার বিকেলে বর্ধমান ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের আয়োজিত এক প্রতিবাদ মিছিলে যোগ দেন নিশীথ মালিক (Nisith Malik)। ওই মিছিলের মূল ইস্যু ছিল ‘বাংলার মনীষী ও ভাষাকে কলুষিত করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ’। কিন্তু সেই মিছিল শেষে বিধায়ক (Nisith Malik) যা বললেন, তা মুহূর্তে ছড়িয়ে পড়ল রাজনৈতিক মহলে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ মালিক বলেন, “ওরা (বিজেপি) বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে। এসআইআর-এর নামে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। প্রকৃত ভোটার বাদ গেলে আমরা চুপ করে থাকব না, আগুন লাগিয়ে দেব।”

এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া (Nisith Malik) শুরু হয়েছে। বিজেপির বর্ধমান জেলা মুখপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় বলেন, “এসব কথা বলেন তাঁরা, যাঁদের রাজনৈতিক ভিত্তি নেই। এসআইআর যখন শুরু হবে, তখন কেন্দ্রীয় বাহিনী এমন ব্যবস্থা নেবে যে আগুন জ্বালানো তো দূরের কথা, ওদের আগুন নেভাতেই হবে।”

যদিও নিশীথ মালিক নিজের অবস্থানে অনড়। তিনি বলেন, “মতুয়াদের নিয়ে আমরা উদ্বিগ্ন। জানি, তাঁদের সমস্যা হবে। কিন্তু মানুষ নিশ্চিন্ত থাকুন, আমরা আছি। একটিও প্রকৃত ভোটার বাদ যাবে না।” তৃণমূলের দাবি, বিজেপি SIR-কে ব্যবহার করে বাংলার ভোটার তালিকা থেকে উদ্বাস্তু ও সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, বাংলায় এখনও আনুষ্ঠানিকভাবে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) ঘোষণা হয়নি। কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা চরমে যে নির্বাচন কমিশন যেকোনও সময় সেই প্রক্রিয়া শুরু করতে পারে। আর সেই আশঙ্কায় উদ্বেগ ছড়িয়েছে বিশেষ করে মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মধ্যে, যাঁদের নাগরিকত্ব সংক্রান্ত বিষয় এখনও অনিশ্চিত।

তৃণমূল শিবির থেকে বারবার দাবি করা হচ্ছে— বিজেপি এই প্রক্রিয়ার মাধ্যমে ‘ভোট কাটা রাজনীতি’ চালাতে চাইছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, “SIR কোনও রাজনৈতিক বিষয় নয়, এটা ভোটার তালিকার নিয়মিত পুনর্বিবেচনা।”

কিন্তু নিশীথ মালিকের এই হুমকির পর রাজ্য রাজনীতি আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের এই আগ্রাসী অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই শাসকদল চরম চাপের মুখে রয়েছে।

বর্ধমানের রাস্তায় এখন একটাই আলোচনা— “SIR শুরু হলে কী হবে?”
আর তার মধ্যেই নিশীথ মালিকের আগুনমুখী হুঁশিয়ারি যেন রাজ্য রাজনীতির নতুন বিস্ফোরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts