অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকা গায়েব (Murshidabad)! অবশেষে ফাঁস হল এক ভয়ঙ্কর সাইবার জালিয়াতির চক্র। সাত কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার হল তিন যুবক। বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ ও হরিহরপাড়া থানার যৌথ উদ্যোগে ধরা পড়েছে এই প্রতারক ত্রয়ী (Murshidabad)।
পুলিশ সূত্রে (Murshidabad)জানা গিয়েছে, ধৃতদের নাম আবদুল রউফ, সাহাবুল শেখ এবং রাকেশ শেখ। আবদুল ও সাহাবুলের বাড়ি হরিহরপাড়ার ডল্টনপুর গ্রামে, আর রাকেশ শেখের বাড়ি চোঁয়ার শিবনগর গ্রামে।
ঘটনার সূত্রপাত গত ৯ সেপ্টেম্বর। কাবিরন বিবি নামে এক মহিলা বহরমপুর (Murshidabad) সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, তাঁর ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হঠাৎই সাত কোটি টাকার মতো অর্থ গায়েব হয়ে গিয়েছে। অভিযোগ হাতে পেয়েই নড়ে চড়ে বসে পুলিশ। তদন্ত শুরু হতেই একে একে উঠে আসে প্রতারণার চক্র। এরপরেই হরিহরপাড়ার ডল্টনপুর ও চোঁয়া এলাকায় অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, এই তিন যুবক বেশ কিছুদিন ধরেই অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকার লেনদেন করছিল। কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। ধৃতদের ইতিমধ্যেই বহরমপুর জেলা আদালতে তোলা হয়েছে এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
পুলিশের এক আধিকারিক বলেন, “আমরা অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করি। জানতে পারি, এক মহিলার ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছে। কোটি টাকার গরমিল ধরা পড়েছে। এরপর আমরা অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেফতার করি।”
অভিযোগের পর গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। সাইবার প্রতারণার এই ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে—ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসলে কতটা নিরাপদ?