Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন একের পর এক মহিলার সোনার চেন উধাও! হাউ হাউ করে কেঁদে ফেললেন ক্ষতিগ্রস্তরা
Important

মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন একের পর এক মহিলার সোনার চেন উধাও! হাউ হাউ করে কেঁদে ফেললেন ক্ষতিগ্রস্তরা

woman crying mamata rally
Email :2

মুখ্যমন্ত্রীর কৃষ্ণনগরের (Krishnanagar) জনসভায় এসে বিপাকে পড়লেন কয়েকজন মহিলা। তাঁদের গলা থেকে সোনার চেন খোয়া যাওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সভা শেষে যখন মাঠ ফাঁকা হতে শুরু করেছে, ঠিক তখনই কয়েকজন মহিলা হাউমাউ করে কাঁদতে থাকেন। পরে জানা যায়, তাঁদের সোনার চেন ছিনতাই হয়েছে (Krishnanagar)।

ঘটনা ঘটেছে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর (Krishnanagar) গভর্মেন্ট কলেজের মাঠে। মুখ্যমন্ত্রী প্রথমে ‘পথশ্রী’ প্রকল্পের উদ্বোধন করেন, তারপর জনসভায় প্রায় এক ঘণ্টা বক্তব্য রাখেন। অভিযোগ, তাঁর বক্তব্য চলার সময়ই এই চেন উধাও হয়ে যায়। পরপর তিনজন মহিলা একই অভিযোগ করেন। তাঁরা করিমপুর ব্লকের থানার পাড়া এলাকা থেকে সভায় এসেছিলেন।

ঘটনা সামনে আসতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিচালিত সভায় চুরি যেতেই পারে, কারণ “দলটাই চোরে ভরা।” তৃণমূলের পাল্টা দাবি, কয়েক হাজার মানুষের ভিড়ে এমন ঘটনা ঠেকানো কঠিন, তবে ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহা বলেন, প্রশাসন যাতে দ্রুত তদন্ত করে চেনগুলি উদ্ধার করতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে।

কোতোয়ালি থানার পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts