নেপালে গত দু’দিন ধরে অশান্তি চরমে। সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। এর মধ্যেই বিপাকে পড়েছেন বহু বাঙালি পর্যটক। নেপালে ঘুরতে গিয়ে আটকে রয়েছেন তাঁরা।
এই পরিস্থিতি নিয়ে সরাসরি মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শেষে তিনি বলেন, “যেই শুনেছি নেপালে প্রবলেম শুরু হয়েছে, অমনি আমি এখানে চলে এসেছি। সব কিছুর উপর নজর রাখছি।” পর্যটকদের উদ্দেশে তিনি Mamata Banerjee) আরও বলেন, “অনেক মানুষ গিয়েছেন নেপালে বেড়াতে। আপনারা চিন্তা করবেন না। ধীরে ধীরে সবাইকে ফিরিয়ে আনা হবে।”
প্রসঙ্গত, নেপালের অশান্ত পরিস্থিতি নিয়ে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত উত্তরকন্যায় বসে পর্যবেক্ষণ করেছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee)। তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মনিটরে চোখ রেখে ব্যস্তভাবে সব দিক সামলাচ্ছেন। ভিডিওর ক্যাপশনে লেখা—“পড়শি দেশ নেপালের অবস্থা উদ্বেগজনক। তাই রাজ্যের স্বার্থে মুখ্যমন্ত্রী রাত জেগে উত্তরকন্যায় বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।”
আজ প্রশাসনিক সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন—বাংলার পর্যটকরা নেপালে যতই সমস্যায় থাকুন না কেন, তাঁদের পাশে রয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আটকে পড়া মানুষজনের পরিবার।