Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • জীবিত মায়ের ‘মৃত্যু’ দেখিয়ে পেনশন লুট! নিজের ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ লিলুয়ায়
জেলা

জীবিত মায়ের ‘মৃত্যু’ দেখিয়ে পেনশন লুট! নিজের ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ লিলুয়ায়

son a
Email :19

লিলুয়ার (Liluah) চকপাড়ায় চাঞ্চল্য। জীবিত মায়ের নামে জাল মৃত্যু শংসাপত্র বানিয়ে পেনশনের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁরই ছোট ছেলের বিরুদ্ধে (Liluah)। অভিযোগ এখানেই থেমে নেই। সেই ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মাকে মারধর করা, ধাক্কা মেরে উঁচু থেকে ফেলে দেওয়ায় তাঁর পা ভেঙে যাওয়ার কথাও জানিয়েছেন পরিবারের লোকজন। হাই কোর্টের নির্দেশেই বৃহস্পতিবার রাতে অভিযুক্ত তপনকুমার দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আদালতে পেশ করলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন (Liluah)

 

৭৮ বছরের বীণাপানি দাসের স্বামী ক্ষীরোদচন্দ্র দাস কাস্টমসে কাজ করতেন। ১৯৯৬ সালে অবসর নেন এবং সাত বছর আগে মারা যান (Liluah)। তাঁর পেনশন নিয়মিতভাবে ব্যাঙ্কে জমা পড়ছিল। দুই ছেলের মধ্যে বড় ছেলে ডিফেন্সে কাজ করেন, থাকেন হায়দরাবাদে। ছোট ছেলে তপনকুমার দাস শালবনির সরকারি ট্যাঁকশালে কর্মরত

 

বীণাপানি দেবীর অভিযোগ, বাবা মারা যাওয়ার পর ২০১৮ সালে পেনশনের অ্যাকাউন্ট তাঁর নামে চালু হয়বাড়িতে বড় ছেলে না থাকায় সব দায়িত্বই ছিল তপনের হাতে (Liluah)। সেই সুযোগেই তপন নাকি ব্যাঙ্কে নিজের বাবার মৃত্যুর সঙ্গে তাঁর মায়ের মৃত্যুর জাল নথিও জমা দেন। ফলে পেনশন বন্ধ হয়ে যায় এবং ব্যাঙ্কে জমে থাকা সমস্ত টাকা তিনি তুলে নেন।

 

এই ঘটনার পর থেকেই বীণাপানি দেবীর জীবনে নেমে আসে আরও অত্যাচার। তিনি জানিয়েছেন, তপন তাঁকে নিয়মিত মারধর করতেন (Liluah)। একদিন ধাক্কা মেরে উঁচু থেকে ফেলে দেন, ফলে তাঁর পা ভেঙে যায়। ছেলের এমন ব্যবহার সহ্য করতে না পেরে তিনি পুলিশের দ্বারস্থ হন। বিষয়টি হাই কোর্টে পৌঁছায়। সেখান থেকেই তপনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসে।

 

এখন পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত। তদন্তে আরও কী তথ্য সামনে আসে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে এলাকায়। জীবিত মা-কে ‘মৃত’ দেখিয়ে পেনশন লুটের অভিযোগে সমগ্র লিলুয়া জুড়ে নিন্দার ঝড় উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts