Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • মৃত্যুর স্ট্রাইক রেট বাড়ছে আইআইটি খড়্গপুরে! এবার ট্রেন দুর্ঘটনায় শেষ গবেষকের জীবন
জেলা

মৃত্যুর স্ট্রাইক রেট বাড়ছে আইআইটি খড়্গপুরে! এবার ট্রেন দুর্ঘটনায় শেষ গবেষকের জীবন

child death
Email :2

গত কয়েক মাস ধরেই আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur) অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। একের পর এক পড়ুয়ার রহস্যজনক মৃত্যু ঘিরে আতঙ্ক বাড়ছে ক্যাম্পাসে। তার মাঝেই ফের এক গবেষক পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হল। ট্রেন দুর্ঘটনায় মারা গেলেন ভাট্টরাম শ্রবণ কুমার, বয়স মাত্র ২৭। রবিবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গবেষক (IIT Kharagpur)।

শনিবার গভীর রাতে খড়্গপুরে (IIT Kharagpur) রেললাইনের ধারে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় শ্রবণ কুমারকে। প্রথমে তাঁকে দ্রুত খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে রবিবার রাত ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর।

শ্রবণ কুমার অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার বাসিন্দা। তিনি আইআইটি খড়্গপুরের মেঘনাদ সাহা হলে (IIT Kharagpur) থাকতেন। তবে কীভাবে তিনি রেললাইনের কাছে গেলেন, তা নিয়ে ধোঁয়াশা আরও ঘনিয়ে উঠছে। তিনি কি নিজে গিয়েছিলেন? নাকি কোনও কারণে সেখানে পৌঁছে দুর্ঘটনার শিকার হন? পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এটাই প্রথম নয়। চলতি বছরই আইআইটি খড়্গপুরে মোট ছ’জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার মধ্যে পাঁচজনের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। জানুয়ারিতে শোয়ান মালিকের মৃত্যু দিয়ে শুরু হয় একের পর এক মর্মান্তিক ঘটনা। মার্চে মহম্মদ আসিফ কামার, এপ্রিলে অনিকেত ওয়ালকর, জুলাইয়ে রিতম মণ্ডল এবং চন্দ্রদীপ পাওয়ারের মৃত্যু ঘিরে তীব্র প্রশ্ন উঠেছিল। সেপ্টেম্বরে ফের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হর্ষকুমার পাণ্ডের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। চন্দ্রদীপ ছাড়া বাকি সকলের মৃত্যুকেই অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে। এত কম সময়ে এতগুলি মৃত্যু ঘিরে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts