বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ফের কি খড়গপুর থেকেই ভোটে লড়বেন? ২১ জুলাই খড়গপুরে বড় কর্মসূচি গ্রহণের পর থেকেই দলীয় মহলে এবং রাজনৈতিক মহলে এই জল্পনা মাথাচাড়া দিয়েছে। আগামী ২৬ জুলাই সেখানে আবার কর্মসূচি নেওয়া হয়েছে। ফলে গুঞ্জন আরও জোরদার হয়েছে—তবে কি এবার দিলীপ ঘোষের রাজনৈতিক ঘুরে দাঁড়ানোর কেন্দ্রবিন্দু হতে চলেছে খড়গপুর (Dilip Ghosh)?
এই প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “কে কোথা থেকে লড়বেন, সেটা জোর দিয়ে কেউ বলতে পারেন না। সবটাই পার্টি ঠিক করবে। আমি কোনও দিন টিকিট চাইনি, পদও চাইনি, তবুও পার্টি তিনবার প্রার্থী করেছে। আমি যেভাবে সংগঠন গড়েছি, আমার কাজ সেখানেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পার্টি বলেছে বলে ভোটে লড়েছি (Dilip Ghosh)।”
নিজের রাজনৈতিক যাত্রা নিয়েও এদিন স্পষ্ট মন্তব্য করেন তিনি (Dilip Ghosh)। বলেন, “প্রথমবার যখন বিধানসভা ভোটে প্রার্থী করা হয়, তখন আমার মতামত চাওয়া হয়েছিল। আমি খড়গপুরকে পছন্দ করেছিলাম। জিতেছিলাম। তারপর আবার যখন লোকসভা ভোটে প্রার্থী করা হল, তখন মেদিনীপুরে লড়ার কথা বলেছিলাম (Dilip Ghosh)। সেখানেও জিতেছিলাম। কিন্তু শেষ লোকসভা ভোটে যখন দুর্গাপুরে পাঠানো হল, কেউ আমার কোনও মতামত চায়নি। ফলাফল আপনারা সবাই জানেন।”
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দুর্গাপুর কেন্দ্র থেকে তৃণমূলের কীর্তি আজাদের কাছে বড় ব্যবধানে হেরে গিয়েছিলেন দিলীপ ঘোষ। দলের ভেতরেই সেই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ও চর্চা ছিল প্রবল। এখন সেই ব্যর্থতা মেনে নিয়েই হয়তো খড়গপুরে ঘুঁটি সাজাচ্ছেন তিনি।
এবার দিলীপ ঘোষ খোলাখুলি জানিয়ে দিয়েছেন, “পার্টিকে বলে দিয়েছি—যদি আবার আমাকে প্রার্থী করা হয়, আমি ভোটে লড়তে প্রস্তুত। তবে সিদ্ধান্ত একান্তই দলের।”
এই মন্তব্য ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে প্রশ্ন—তবে কি খড়গপুর থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করতে চলেছেন দিলীপ ঘোষ?
ভোটে ফিরছেন দিলীপ ঘোষ! খড়গপুরে ফের সক্রিয়, এবার কী বিজেপির মুখ?
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ফের কি খড়গপুর থেকেই ভোটে লড়বেন? ২১ জুলাই খড়গপুরে বড় কর্মসূচি গ্রহণের পর থেকেই দলীয় মহলে এবং রাজনৈতিক মহলে এই জল্পনা মাথাচাড়া দিয়েছে। আগামী ২৬ জুলাই সেখানে আবার কর্মসূচি নেওয়া হয়েছে। ফলে গুঞ্জন আরও জোরদার হয়েছে—তবে কি এবার দিলীপ ঘোষের রাজনৈতিক ঘুরে দাঁড়ানোর কেন্দ্রবিন্দু হতে চলেছে খড়গপুর (Dilip Ghosh)?
এই প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “কে কোথা থেকে লড়বেন, সেটা জোর দিয়ে কেউ বলতে পারেন না। সবটাই পার্টি ঠিক করবে। আমি কোনও দিন টিকিট চাইনি, পদও চাইনি, তবুও পার্টি তিনবার প্রার্থী করেছে। আমি যেভাবে সংগঠন গড়েছি, আমার কাজ সেখানেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পার্টি বলেছে বলে ভোটে লড়েছি (Dilip Ghosh)।”
নিজের রাজনৈতিক যাত্রা নিয়েও এদিন স্পষ্ট মন্তব্য করেন তিনি (Dilip Ghosh)। বলেন, “প্রথমবার যখন বিধানসভা ভোটে প্রার্থী করা হয়, তখন আমার মতামত চাওয়া হয়েছিল। আমি খড়গপুরকে পছন্দ করেছিলাম। জিতেছিলাম। তারপর আবার যখন লোকসভা ভোটে প্রার্থী করা হল, তখন মেদিনীপুরে লড়ার কথা বলেছিলাম (Dilip Ghosh)। সেখানেও জিতেছিলাম। কিন্তু শেষ লোকসভা ভোটে যখন দুর্গাপুরে পাঠানো হল, কেউ আমার কোনও মতামত চায়নি। ফলাফল আপনারা সবাই জানেন।”
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দুর্গাপুর কেন্দ্র থেকে তৃণমূলের কীর্তি আজাদের কাছে বড় ব্যবধানে হেরে গিয়েছিলেন দিলীপ ঘোষ। দলের ভেতরেই সেই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ও চর্চা ছিল প্রবল। এখন সেই ব্যর্থতা মেনে নিয়েই হয়তো খড়গপুরে ঘুঁটি সাজাচ্ছেন তিনি।
এবার দিলীপ ঘোষ খোলাখুলি জানিয়ে দিয়েছেন, “পার্টিকে বলে দিয়েছি—যদি আবার আমাকে প্রার্থী করা হয়, আমি ভোটে লড়তে প্রস্তুত। তবে সিদ্ধান্ত একান্তই দলের।”
এই মন্তব্য ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে প্রশ্ন—তবে কি খড়গপুর থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করতে চলেছেন দিলীপ ঘোষ?
Related Tags: