Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • Bangladesh Border: নতুন করে উত্তেজনা সীমান্তে! বাংলাদেশীদের তাণ্ডবে আঙুল কাটা পড়ল জোয়ানের
জেলা

Bangladesh Border: নতুন করে উত্তেজনা সীমান্তে! বাংলাদেশীদের তাণ্ডবে আঙুল কাটা পড়ল জোয়ানের

Email :1

ভারত-বাংলাদেশ সীমান্তে (Bangladesh border) ফের চাঞ্চল্যকর অনুপ্রবেশ ও হামলার ঘটনা। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের আমবাড়ি সীমান্তে (Bangladesh border) বুধবার বিকেলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর হাতে আহত হলেন এক বিএসএফ জওয়ান। অভিযোগ, জিরো পয়েন্টের (Bangladesh border) বাইরে চলে যেতে বলায় ওই ব্যক্তি বিএসএফ জওয়ানের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। গুরুতর আহত হন জওয়ান, তাঁর একটি আঙুল কাটা যায় বলে জানা গেছে (Bangladesh border)।

ঘটনাটি ঘটেছে বিএসএফ-এর কিষানগঞ্জ সেক্টরের আওতায় থাকা আমবাড়ি বর্ডার আউটপোস্ট এলাকায়। আহত জওয়ান ও ধৃত বাংলাদেশি নাগরিককে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে জওয়ানের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাষের জমিতে বেআইনিভাবে ঢুকে পড়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক। তাদের জিরো পয়েন্টের বাইরে চলে যেতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে একজন বাংলাদেশি ধারালো অস্ত্র দিয়ে এক বিএসএফ জওয়ানকে আক্রমণ করে। উত্তেজনা ছড়িয়ে পড়লে অন্যান্য বিএসএফ জওয়ানরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাকিরা পালিয়ে গেলেও একজন অনুপ্রবেশকারী ধরা পড়ে।

বিএসএফ-এর তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এই ঘটনায়, যা নিয়ে চিন্তিত এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts