Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • স্টুডেন্ট আন্দোলনের সমর্থন, তাই সার্বিয়ায় রোষের মুখে জোকোভিচ
খেলা

স্টুডেন্ট আন্দোলনের সমর্থন, তাই সার্বিয়ায় রোষের মুখে জোকোভিচ

jokovich
Email :1

২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ (Novak Djokovic) এবার সার্বিয়া ছেড়ে গ্রিসে পাড়ি দিয়েছেন। ৩৮ বছর বয়সী এই টেনিস কিংবদন্তি দেশটিতে রাজনৈতিক অস্থিরতার কারণে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেন। জোকোভিচের সঙ্গে রয়েছেন তাঁর দুই সন্তান, ছেলে স্টেফান ও মেয়ে তারা। জানা গেছে, এথেন্সের সেন্ট লরেন্স কলেজে তাঁদের ভর্তি করানো হয়েছে, আর শহরে একটি বাড়িও কিনেছেন তিনি (Novak Djokovic)।

জোকোভিচ (Novak Djokovic) সার্বিয়ায় সরকারের বিরুদ্ধে তুমুল সমর্থন জানিয়ে আসছিলেন। বিশেষ করে, গত ডিসেম্বরে সাদের একটি রেলস্টেশনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় ১৬ জন প্রাণ হারানোর পর শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে তিনি ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিলেন। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সময় তিনি এক ছাত্রকে উৎসর্গও করেছিলেন। এমনকি বেলগ্রেড বাস্কেটবল ডার্বিতে ‘স্টুডেন্টস অ্যান্ড চ্যাম্পিয়ন্স’ লেখা টি-শার্ট পরে হাজির হয়েছিলেন। এসব কারণে সার্বিয়া প্রশাসনের রোষের মুখে পড়েন জোকোভিচ (Novak Djokovic)।

গ্রিসে তিনি এখন ছেলের সঙ্গে এথেন্সের কাভুরি টেনিস ক্লাবে প্রশিক্ষণ নিচ্ছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি গ্রিক গোল্ডেন ভিসার জন্যও আবেদন করতে পারেন, যা নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করলে দেওয়া হয়। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গেও তিনি দুইবার দেখা করেছেন। এছাড়া ফ্রান্সের মোনাকোতেও তাঁর সম্পত্তি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts