Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • ভারতীয় দলে বড় পরিবর্তন! বিরাটের আমলের ইয়ো-ইয়ো টেস্ট শেষ, এবার আসছে ব্রঙ্কো টেস্ট
খেলা

ভারতীয় দলে বড় পরিবর্তন! বিরাটের আমলের ইয়ো-ইয়ো টেস্ট শেষ, এবার আসছে ব্রঙ্কো টেস্ট

gautam gambhir
Email :3

ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস (Indian Cricket Team) মানেই এতদিন ছিল ইয়ো-ইয়ো টেস্ট। বিরাট কোহলির আমলে এই পরীক্ষা চালু হওয়ার পরই জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছিল এই ফিটনেস টেস্ট। অনেক ক্রিকেটারের ক্যারিয়ারও থেমে যায় এই পরীক্ষায় ফেল করার কারণে। তবে এবার সেই ইয়ো-ইয়ো টেস্টের গুরুত্ব কমতে চলেছে। তার জায়গায় আসছে নতুন পরীক্ষা— ব্রঙ্কো টেস্ট।

ভারতীয় দলের নতুন (Indian Cricket Team) স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রো’র পরামর্শেই শুরু হচ্ছে এই পরীক্ষা। মূলত রাগবি খেলায় ব্যবহৃত এই টেস্টে খেলোয়াড়দের ফুসফুসের ক্ষমতা, দৌড়ের গতি আর সহনশক্তি যাচাই করা হয়। নিয়ম অনুযায়ী, মাত্র ৬ মিনিটে ১২০০ মিটার দৌড়াতে হবে ক্রিকেটারদের। ইতিমধ্যেই বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে কয়েকজন তারকা ক্রিকেটার এই পরীক্ষা দিয়ে ফেলেছেন বলে জানা গিয়েছে (Indian Cricket Team) ।

জুন মাসে ভারতীয় দলে (Indian Cricket Team) যোগ দিয়েছেন আদ্রিয়ান। তারপর থেকেই পেসারদের চোট সমস্যা মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে। বিশেষত ইংল্যান্ড সফরে একাধিক ফাস্ট বোলার কাহিল হয়ে পড়েন। তাই এবার শুধু জিম ট্রেনিং নয়, মাঠের মধ্যে দৌড়-ভিত্তিক ফিটনেস পরীক্ষার মাধ্যমেও ক্রিকেটারদের প্রস্তুত করতে চাইছে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কোচিং স্টাফ।

বিশেষজ্ঞদের মতে, ইয়ো-ইয়ো টেস্টের চেয়ে অনেক বেশি কষ্টকর এই ব্রঙ্কো টেস্ট। ফলে আগামী দিনে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস আরও একধাপ কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts