ভারতীয় দলের বোলিং বিভাগের সবচেয়ে বড় অস্ত্র জশপ্রীত বুমরাহ (Jasprit Bumarh)। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি—সব ফরম্যাটেই তিনি প্রায় অপ্রতিরোধ্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নেন (Jasprit Bumrah)। তাঁর ধারাবাহিক আগুনে বোলিংয়ে পুরো দক্ষিণ আফ্রিকা দলই চাপে পড়ে যায়। ম্যাচের পর থেকেই বুমরাহর প্রশংসায় ভরে ওঠে নেটদুনিয়া। তবে একধাপ এগিয়ে আকাশ চোপড়া সরাসরি খোঁচা দেন পাকিস্তানের ব্যাটার সাহিবজাদা ফারহানকে।
ধারাভাষ্য দিতে গিয়ে আকাশ বলেন, “বুমরাহকে (Jasprit Bumrah) ছয় মারা তো খুবই কঠিন। কেউ যদি ছয় মেরে দেয়, তো ওরা ডকুমেন্টারি বানিয়ে ফেলে।” তাঁর কথার ইঙ্গিত ছিল পাকিস্তানের সেই ব্যাটারকে, যিনি বুমরাহকে ছক্কা মারার জন্য আলাদা করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।
এশিয়া কাপে পাকিস্তান ভারতীয় দলের কাছে তিনবার হেরেছিল। ফাইনালেও হার। তবু পাকিস্তানের উদযাপন চলেছিল কারণ সাহিবজাদা বুমরাহকে (Jasprit Bumrah) ছক্কা মেরেছিলেন। তাঁর করা ডকুমেন্টারি শেয়ার করে তিনি লিখেছিলেন, “শুনেছি ওকে নাকি কেউ ছক্কা মারতে পারে না। আমি বললাম, এ আবার হয় নাকি? তিন ম্যাচে ১৫০ রান করেছি। খেলার সময় দেখি না কে বোলিং করছে।”
যদিও সত্যি, সাহিবজাদা বুমরাহকে তিন ম্যাচে তিনটি ছক্কা দিয়েছিলেন, তবে তাঁর পুরো টুর্নামেন্টে স্ট্রাইক রেট ছিল মাত্র ১০৮.৪৯। ফলে ভক্তরাও তাঁকে নিয়ে খোঁচা দিতে ছাড়েনি। এবার সেই একইভাবে আকাশ চোপড়াও তির ছুড়লেন তাঁর দিকে।
এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ উইকেট তুলে টি-টোয়েন্টিতে বুমরাহর উইকেট সংখ্যা পৌঁছয় ১০০-তে। তিন ফরম্যাটেই ১০০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার তিনি। তবে ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট এখনও অর্শদীপ সিংয়ের, তাঁর ঝুলিতে রয়েছে ১০৭টি উইকেট।











