Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Bangladesh: ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি নির্মাণ,  এবার কঠোর সিদ্ধান্ত নিল ভারত
রাজ্য

Bangladesh: ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি নির্মাণ,  এবার কঠোর সিদ্ধান্ত নিল ভারত

Email :22

ভারত-বাংলাদেশ সীমান্তে নদীর ধারে বাঙ্কার নির্মাণের চেষ্টা করছিল বাংলাদেশ বর্ডার (Bangladesh) গার্ড (BGB) এবং স্থানীয় বাসিন্দারা। তবে দূর থেকেই বিষয়টি আঁচ করতে পেরে কড়া সতর্কতা  (Bangladesh border) জারি করে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। বিএসএফের চাপের মুখে বিজিবি (BGB) নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয় এবং তৈরি হওয়া কংক্রিটের অংশ ভেঙে ফেলতে হয় (Bangladesh border) ।

এই ঘটনাটি ঘটেছে কিশানগঞ্জ সেক্টরের শিলিগুড়ি ঠাকুরগাঁও এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের গোবিন্দপুর বর্ডার আউটপোস্ট সংলগ্ন এলাকায় বিজিবির ৪২ নম্বর ব্যাটালিয়ন এই অবৈধ নির্মাণ চালাচ্ছিল। কুলিক নদীর ধারে, ১৫০ গজের মধ্যে একটি স্থায়ী কংক্রিট নির্মাণ শুরু করেছিল বিজিবি ও স্থানীয়রা। বিএসএফের জওয়ানরা বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে বিজিবিকে কড়া হুঁশিয়ারি দেন। জানানো হয়, যদি নির্মাণ অব্যাহত থাকে, তাহলে বিএসএফ কড়া পদক্ষেপ নেবে। সতর্কবার্তার পর বিজিবি নিজেই নির্মাণ কাজ বন্ধ করে এবং আংশিকভাবে গড়া কাঠামো ভেঙে দেয়।

পরিস্থিতি সামাল দিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। বিএসএফ স্পষ্ট বার্তা দিয়েছে যে, ভবিষ্যতে এই ধরনের অবৈধ নির্মাণ যেন আর না হয়। বিজিবিও সীমান্ত সংক্রান্ত নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে।

এই ঘটনার পর সীমান্ত এলাকায় বিএসএফ নজরদারি আরও জোরদার করেছে যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না হয়। অন্যদিকে, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অরজাকতা বেড়ে গিয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে দুরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি সীমান্ত পেরিয়ে অবৈধ শরণার্থীদের ভারতে প্রবেশের সংখ্যা বেড়ে গিয়েছে।

সম্প্রতি বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে প্রবেশের উদ্দেশ্যে কাঁটাতার কেটে ফেলার চেষ্টা করছিল। বিএসএফ জওয়ানরা বাধা দিলে অনুপ্রবেশকারীরা পাথর ছোড়া শুরু করে। এতে এক জওয়ানের মাথায় গুরুতর চোট লাগে। পরিস্থিতি সামাল দিতে বিএসএফ পাল্টা গুলি চালায়। এতে ভয় পেয়ে অনুপ্রবেশকারীরা সীমান্তের ওপারে বাংলাদেশে পালিয়ে যায়। আহত জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএসএফ জানিয়েছে, ঘটনার পর থেকেই ওই এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। সাম্প্রতিককালে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বাড়তে থাকায় বিএসএফকে অধিক সতর্ক থাকতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts