Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Sukanta Majumdar: অর্জুন সিংকে ফের তৃণমূলে টানার চেষ্টা? বিতর্ক উসকে দিলেন সুকান্ত মজুমদার
রাজ্য

Sukanta Majumdar: অর্জুন সিংকে ফের তৃণমূলে টানার চেষ্টা? বিতর্ক উসকে দিলেন সুকান্ত মজুমদার

Email :20

দলবদলের রাজনীতিতে চেনা মুখ অর্জুন সিং। একবার বিজেপি, একবার তৃণমূল—শেষমেশ ফের গেরুয়া শিবিরেই ফিরেছেন তিনি (Sukanta Majumdar)। লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিলেও, শাসকদলের পার্থ ভৌমিকের কাছে পরাজিত হন অর্জুন। এবার তাঁকে ফের তৃণমূলে ফেরানোর চেষ্টা চলছে কি? বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) অন্তত তেমনটাই দাবি করেছেন। যদিও, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি (Sukanta Majumdar)।

নৈহাটিতে অশান্তি, অর্জুন সিংয়ের নাম জড়িয়ে বিতর্ক

উত্তর ২৪ পরগনার নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠছে, বিজেপি নেতাদের বাড়ি বেছে বেছে ভাঙচুর করা হচ্ছে। এর মধ্যেই বিজেপি নেতা অর্জুন সিংয়ের নাম ঘুরেফিরে উঠে আসছে। কেন বারবার তাঁর নাম জড়ানো হচ্ছে? সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।

রবিবার তিনি দাবি করেন, “তৃণমূল অর্জুন সিংকে টার্গেট করেছে। ওরা চান যে কোনোভাবে অর্জুনকে তৃণমূলে ফেরানো হোক। কারণ, অর্জুন যদি বিজেপিতে থাকেন, তাহলে লড়াই করবেন, বিশেষ করে হিন্দুদের জন্য লড়াই করবেন।”

নৈহাটি হত্যাকাণ্ডের জেরে পুলিশ প্রশাসনে রদবদল

শুক্রবার নৈহাটিতে প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে। ঘটনার পরের দিনই ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে বদলি করা হয়। এই রদবদল নিয়েও সরব হয়েছেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, “অলোক রাজোরিয়া সত্যি কথা বলে দিয়েছিলেন বলেই তাঁকে সরানো হয়েছে।”

প্রসঙ্গত, বিজেপি নেতার আরও দাবি, মৃত তৃণমূল কর্মী সন্তোষ যাদব একসময় নিজেও এলাকায় গুলি চালানোর ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন।

রাজনৈতিক মহলে তীব্র জল্পনা

সুকান্ত মজুমদারের বক্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা ছড়িয়েছে। অর্জুন সিংকে সত্যিই কি তৃণমূলে ফেরানোর চেষ্টা চলছে, নাকি এটি নিছকই রাজনৈতিক কৌশল? এখন নজর তৃণমূলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts