চলতি মহাকুম্ভে কিন্নর আখড়ার তরফে মহা মণ্ডলেশ্বর ঘোষিত হওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে মমতা কুলকার্নি (Mamata Kulkarni)। সন্ন্যাস গ্রহণের পর পিণ্ডদান করে আধ্যাত্মিক পথে যাত্রা শুরু করলেও, বিশ্বাসঘাতকতার অভিযোগে খুব শীঘ্রই আখড়া থেকে বহিষ্কৃত হন তিনি (Mamata Kulkarni)। কিন্নর আখড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয় দাস নিজেই জানিয়েছেন, মমতা (Mamata Kulkarni) আর এই আখড়ার সদস্য নন এবং মহামণ্ডলেশ্বর পদ থেকেও তাঁকে (Mamata Kulkarni) সরিয়ে দেওয়া হয়েছে।
বিতর্কিত সাক্ষাৎকারে কী বললেন মমতা?
এই বিতর্কের মাঝেই সম্প্রতি ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে হাজির হন মমতা কুলকার্নি। অনুষ্ঠান চলাকালীন তাঁকে প্রশ্ন করা হয়, “মহামণ্ডলেশ্বররা সাধারণত বেদ ও শাস্ত্র অধ্যয়ন করেন। কিন্তু আপনার ক্ষেত্রে তেমন কিছু দেখা যাচ্ছে না।”
প্রশ্ন শুনেই শোয়ের মাঝেই জোরে জোরে মন্ত্র পাঠ করতে শুরু করেন মমতা, যা অনুষ্ঠানের প্রমোতেও উঠে এসেছে। যদিও পুরো পর্বটি এখনো সম্প্রচারিত হয়নি, তবে ইতিমধ্যেই বিষয়টি ঘিরে চর্চা শুরু হয়েছে।
সিনেমায় ফেরার সম্ভাবনা নেই, বললেন মমতা
সন্ন্যাস নেওয়ার পর মমতাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি আবারও অভিনয়ে ফিরবেন? উত্তরে মমতা জানান, “সিনেমায় ফেরার কথা আমি কল্পনাও করতে পারি না, এটা একেবারেই অসম্ভব।”
তিনি আরও বলেন, “আমি ২৩ বছর ধরে আধ্যাত্মিক চর্চায় আছি। মহামণ্ডলেশ্বর হওয়া আমার কাছে অলিম্পিক পদক জয়ের মতো সম্মানের। শুধুমাত্র দেবী আদিশক্তির আশীর্বাদেই আমি এই সম্মান পেয়েছি। আধ্যাত্মিকতা এমন এক বিষয়, যা শুধুমাত্র সৌভাগ্যের মাধ্যমেই অর্জন করা যায়।”
মমতার দাবি: মহাদেব ও মহাকালীর নির্দেশেই সন্ন্যাস গ্রহণ
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে মমতা বলেন, “এটা মহাদেব ও মহাকালীর নির্দেশ। আমার গুরুদের আদেশ মেনেই আমি এই পথ বেছে নিয়েছি। এই দিনটিকে তাঁরাই নির্ধারণ করেছিলেন।”
প্রসঙ্গত, কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ একসময় ঘোষণা করেছিলেন, মমতা কুলকার্নি মহামণ্ডলেশ্বরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তবে বিতর্কের জেরে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে আখড়া কর্তৃপক্ষ।
মহামণ্ডলেশ্বর থেকে বহিষ্কৃত হওয়ার পর মমতার ভবিষ্যৎ কী?
সন্ন্যাস গ্রহণের পরেই মহামণ্ডলেশ্বর পদ হারানো এবং কিন্নর আখড়া থেকে বহিষ্কারের ঘটনায় মমতার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। এখন দেখার, আধ্যাত্মিক জগতে তিনি নিজের অবস্থান কতটা শক্ত করতে পারেন।