Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Bangladesh Border: যুদ্ধকালীন পরিস্থিতি মালদার কাছে বাংলাদেশ সীমান্ত! অনুপ্রবেশকারীদের ঠেকাতে গুলি চালালো BSF
রাজ্য

Bangladesh Border: যুদ্ধকালীন পরিস্থিতি মালদার কাছে বাংলাদেশ সীমান্ত! অনুপ্রবেশকারীদের ঠেকাতে গুলি চালালো BSF

Email :28

মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তে (Bangladesh border)২৪ ঘণ্টার মধ্যে ফের উত্তেজনা ছড়াল। শুক্রবার গভীর রাতে অনুপ্রবেশ রুখতে (Bangladesh border) গিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। জানা গেছে, অনুপ্রবেশকারীদের (Bangladesh border)আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে শূন্যে গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনী (BSF)। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

শুক্রবার রাতে মালদহ সীমান্তে সন্দেহজনক ভিড় দেখতে পান BSF জওয়ানরা। কুয়াশার আড়ালে থাকা ওই ভিড়ের দিকে এগিয়ে গেলে দুই জওয়ানের উপর বাঁশ, লাঠি নিয়ে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। জওয়ানদের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলেও, দুষ্কৃতীরা সফল হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে BSF শূন্যে গুলি চালায়। এতে ভয় পেয়ে পালিয়ে যায় অনুপ্রবেশকারীরা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বিএসএফ সূত্রে জানা গেছে, সীমান্তরক্ষীরা যখন ওই এলাকা থেকে ভিড় জমতে দেখতে পান, তখন তাদের সন্দেহ হয়। কৌতূহলবশত, দুই জওয়ান ভিড়ের দিকে এগিয়ে গেলে, ঘন কুয়াশার মধ্যে থেকে তাদের উপর আক্রমণ চালানো হয়। দুষ্কৃতীরা রক্ষীদের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে সফল হতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জওয়ানরা শূন্যে গুলি চালান। গুলির শব্দে ভয় পেয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কাঁটা তার পেরোতে ভুলে প্রাণ নিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু ধারালো অস্ত্র, নিষিদ্ধ কাশির সিরাপ এবং গুরুত্বপূর্ণ নথি। প্রাথমিক তদন্তে BSF জানিয়েছে, অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। তাদের সহযোগিতায় সীমান্তের ভারতীয় পক্ষ থেকেও কিছু লোক উপস্থিত ছিল। মালদহের এই সীমান্ত এলাকাটি পাচারের অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে। অস্থায়ী কাঁটাতারের সুযোগ নিয়ে অনুপ্রবেশকারীরা ঘন কুয়াশার মধ্যে সীমান্ত পেরোনোর চেষ্টা চালায়। BSF সূত্রে খবর, এই রুট দিয়ে মাদক, নিষিদ্ধ সামগ্রী এবং অন্যান্য পাচার বৃদ্ধি পেয়েছে। BSF জানিয়েছে, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা আরও জোরদার করা হবে। নিয়মিত টহলদারির পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে বিশেষ প্রচারও চালানো হবে।

মালদহ সীমান্তে এই ধরনের ঘটনা নতুন নয়। তবে, BSF-এর তৎপরতায় অনুপ্রবেশকারীদের কার্যসিদ্ধি ব্যর্থ হয়েছে বলে মনে করছে নিরাপত্তা মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts