বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ (Udit Narayan) ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়ায় তাঁর (Udit Narayan) একাধিক চুমুর ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অনুরাগীদের সঙ্গে সেলফি তোলার সময় তিনি(Udit Narayan) তাঁদের গালে, এমনকি ঠোঁটেও চুমু খাচ্ছেন। যদিও ভিডিওটি ঠিক কোন সময়ের, তা স্পষ্ট নয়, তবে এই ঘটনার পর তাঁকে (Udit Narayan) কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে।
উদিত নারায়ণের বক্তব্য: ‘আমার উদ্দেশ্য অসৎ ছিল না’
বিতর্কের পর উদিত নারায়ণ এই প্রসঙ্গে বলেন, ‘‘কিছু লোক আমার বদনাম করার চেষ্টা করছে। তবে আমার উদ্দেশ্য কোনোভাবেই অসৎ ছিল না।’’ তাঁর মতে, ভক্তরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে যান, তাঁদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই এসব ঘটনা ঘটে।
অলকা ও শ্রেয়াকে চুমু: পুরনো ভিডিও ফের ভাইরাল
এই বিতর্কের মধ্যেই উঠে এসেছে উদিত নারায়ণের আরও কিছু পুরনো ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, গায়িকা অলকা ইয়াগনিক ও শ্রেয়া ঘোষালকেও প্রকাশ্যে চুমু খাচ্ছেন তিনি।
একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একবার ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে গান গাওয়ার সময় হঠাৎই অলকা ইয়াগনিকের গালে চুমু খান উদিত নারায়ণ। ঘটনার আকস্মিকতায় অপ্রস্তুত হয়ে দ্রুত সরে যান অলকা। আরেকটি ভিডিওতে দেখা যায়, অলকার অনুমতি ছাড়াই আচমকা তাঁকে চুমু খাচ্ছেন তিনি, যা দেখে গায়িকার অস্বস্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল।
একইভাবে, আরেকটি পুরনো ভিডিওতে দেখা যায়, সেরা মহিলা গায়িকার পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন শ্রেয়া ঘোষাল। সেই সময় উদিত নারায়ণ তাঁকে জড়িয়ে ধরে গালে চুমু খান। ঘটনার আকস্মিকতায় শ্রেয়া কিছুটা অপ্রস্তুত হলেও পরে হেসে পরিস্থিতি সামাল দেন।
নেটদুনিয়ার প্রতিক্রিয়া: ‘এটা অনুচিত এবং অসম্মানজনক’
এই ভিডিওগুলি ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা।
একজন ব্যবহারকারী লেখেন, ‘‘শ্রেয়া স্পষ্টতই অস্বস্তিতে ছিলেন, কিন্তু হাসি দিয়ে তা ঢাকার চেষ্টা করেছেন। এটি অত্যন্ত দুঃখজনক।’’ আরেকজনের মন্তব্য, ‘‘কোনো মহিলার ব্যক্তিগত পরিসরকে সম্মান করা উচিত। উনি (উদিত) বারবার অ্যালকা ও শ্রেয়ার সঙ্গে যা করেছেন, তা একেবারেই গ্রহণযোগ্য নয়।’’
আরেকজন মন্তব্য করেন, ‘‘উদিত নারায়ণের স্ত্রী রয়েছেন, তা সত্ত্বেও তিনি প্রকাশ্যে এমন আচরণ করছেন, যা শুধু অনৈতিকই নয়, অত্যন্ত অসম্মানজনকও।’’
উদিত নারায়ণের সাফাই: ‘ভক্তদের আবেগ’
এই বিতর্কের পর HT City-কে দেওয়া এক সাক্ষাৎকারে উদিত নারায়ণ বলেন, ‘‘ভক্তরা তাঁদের ভালোবাসা দেখানোর জন্য এমনটা করেন। আমরা সম্মানীয় মানুষ, এসব নিয়ে এত কথা বলা উচিত নয়।’’
তবে এই মন্তব্যেও বিতর্ক শেষ হচ্ছে না। অনেকেই বলছেন, সেলিব্রিটি হলেও কাউকে সম্মতি ছাড়া স্পর্শ করা অনুচিত এবং এটি হালকা করে দেখার বিষয় নয়। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা উদিত নারায়ণ এখনও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক দুঃখপ্রকাশ করেননি।
এই ঘটনার পর বলিউড মহল কী প্রতিক্রিয়া জানায়, সেটাই এখন দেখার বিষয়।