বলিউডে নেপোটিজম বিতর্ক মানেই করণ জোহরের (Karan Johar) নাম উঠে আসা যেন অবধারিত। বহু তারকা সন্তানের কেরিয়ার শুরু করেছেন তাঁর (Karan Johar) হাত ধরে। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর এবং অনন্যা পান্ডের মতো অভিনেতারা তাঁর (Karan Johar) হাত ধরে বলিউডে পা রেখেছেন।
নেপোটিজম নিয়ে কটাক্ষের শিকার হতে হতে ক্লান্ত করণ এবার নিজেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি, মুম্বইয়ের এক ডিনার আউটিংয়ে গৌরী খান এবং মালাইকা অরোরার সঙ্গে দেখা যায় তাঁকে। এদিন করণ পরেছিলেন সাদা রঙের একটি টি-শার্ট, যাতে স্পষ্ট অক্ষরে লেখা ছিল ‘নেপো বেবি’।
ডিনার আউটিংয়ের ঝলক
গৌরী খানের পরনে ছিল সোনালি পোশাক ও ম্যাচিং ব্লেজার, আর মালাইকা অরোরা লাল বডিকন পোশাকে নজর কাড়েন। করণের এই সাহসী ফ্যাশন চয়েস নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড়। কেউ বলেছেন, “অবশেষে গর্বের সঙ্গে নেপো বেবি শার্ট পরেই নিলেন,” আবার কেউ মন্তব্য করেছেন, “করণ নেপো বেবি নন, তিনি নেপোটিজমের ‘বাবা’।”
নিজেকে ‘নেপো বেবি’ বলতে দ্বিধাহীন করণ
যশ জোহর এবং হিরু জোহরের পুত্র করণ ছোট থেকেই সিনেমার পরিবেশে বড় হয়েছেন। তাঁর বাবা ছিলেন বলিউডের প্রখ্যাত প্রযোজক, মামা যশ চোপড়াও ছিলেন ইন্ডাস্ট্রির কিংবদন্তি। এই প্রেক্ষাপটে নিজেকে ‘নেপো বেবি’ বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই করণের।
ফ্যাশন দুনিয়ায় করণের জায়গা
সম্প্রতি এক ফ্যাশন শো-তে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মার্জার সরণিতে হাঁটেন করণ। সাদা সাটিন শার্ট, ট্রাউজার, এবং ব্লেজারের সঙ্গে হিরের নেকলেস এবং পান্না ব্রোচে সুসজ্জিত করণ র্যাম্পেও ফ্যাশন দুনিয়ার নজর কাড়েন।
আসন্ন প্রকল্প নিয়ে জল্পনা
করণের পরবর্তী প্রকল্প নিয়ে বলিউডে চলছে নানা আলোচনা। শোনা যাচ্ছে, তিনি নেটফ্লিক্স ইন্ডিয়ার জন্য একটি নতুন সিরিজ পরিচালনা করবেন। তাঁর শেষ পরিচালিত ছবি ছিল ২০২৩ সালের রকি অউর রানি কি প্রেম কাহানি, যা বক্স অফিসে সফল হয়েছিল। প্রযোজনা কাজেও তিনি ব্যস্ত, যার মধ্যে রয়েছে কিল, যোধা, এবং মিস্টার অ্যান্ড মিসেস মাহি।
আলোচনা ও সমালোচনার মধ্যেও আত্মবিশ্বাসী করণ
নেপোটিজম বিতর্কে বারবার আলোচনায় এলেও করণ জোহর নিজের কাজ এবং স্টাইল স্টেটমেন্ট দিয়ে সবসময় নজর কেড়ে এসেছেন। সমালোচনার মুখে পড়েও তিনি দেখিয়ে দেন, নিজের আত্মবিশ্বাস এবং সৃজনশীলতার মাধ্যমে কীভাবে সবকিছুকে ছাপিয়ে যাওয়া যায়।