Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • Allu Arjun: পুষ্পা-২ প্রিমিয়ারে মহিলা অনুরাগীর মৃত্যু! আদালতে স্বস্তি আল্লু অর্জুনের
বিনোদন

Allu Arjun: পুষ্পা-২ প্রিমিয়ারে মহিলা অনুরাগীর মৃত্যু! আদালতে স্বস্তি আল্লু অর্জুনের

Email :27

হায়দরাবাদের নামপল্লি আদালত অভিনেতা আল্লু অর্জুনের (Allu Arjun) জামিনের শর্ত কিছুটা শিথিল করেছে। অভিনেতার আইনজীবীর আবেদনের ভিত্তিতে আদালত জানিয়েছে, প্রতি রবিবার থানায় হাজিরা দেওয়ার নিয়ম (Allu Atjun) থেকে মুক্তি দেওয়া হচ্ছে তাঁকে। এর আগে জামিন মঞ্জুরের সময় (Allu Arjun) চিক্কাদাপল্লি থানায় প্রতি সপ্তাহে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে আদালত তাঁর বিদেশ ভ্রমণের অনুমতি দিলেও সেই ভ্রমণের একদিন আগে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ বহাল রয়েছে। ইতিমধ্যেই একবার হাজিরা দিয়ে নিজের দায়িত্ব পালন করেছেন অভিনেতা।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি এক্স রোডের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২: দ্য রুল-এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। সঙ্গে ছিলেন তাঁর পরিবার এবং সহ-অভিনেত্রী রশ্মিকা মান্দানা। অভিনেতাকে এক ঝলক দেখার জন্য প্রচুর ভিড় জমে। সেই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয় এবং তাঁর ছোট ছেলেও গুরুতর আহত হন।

এই ঘটনার জেরে অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়, যার ফলে তাঁকে ১৩ ডিসেম্বর পুলিশ হেফাজতে নেওয়া হয়। নামপল্লি আদালত তাঁর ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করলেও হাইকোর্ট তাঁকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেয়। ১৪ ডিসেম্বর চাঞ্চালাগুদা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান অর্জুন।

অভিনেতার আইনজীবী নিরাপত্তার কারণ দেখিয়ে প্রতি রবিবার হাজিরার শর্ত মকুব করার আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে আদালত ওই শর্ত শিথিল করেছে।

নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে থিয়েটার ম্যানেজমেন্টের সদস্য ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে আল্লু অর্জুনের বিরুদ্ধেও মামলা দায়ের হয়। প্রযোজক মিথ্রি মুভি মেকার্স-এর রবিশঙ্কর ও নবীন ইয়ার্নেনির বিরুদ্ধেও অভিযোগ ওঠে। তবে আদালত নির্দেশ দিয়েছে, তদন্ত চলাকালীন তাঁদের হেফাজতে নিতে পারবে না পুলিশ।

জামিন পাওয়ার পর আল্লু অর্জুন শিগগিরই তাঁর নতুন ছবির শ্যুটিং শুরু করবেন বলে জানা গিয়েছে। তবে প্রিমিয়ারের ঘটনায় অভিনেতার সাম্প্রতিক সময়টি বেশ চাপের মধ্য দিয়ে কেটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts