একটি বিয়ের অনুষ্ঠানে জনপ্রিয় বলিউড গানে নাচতে গিয়েই নিজের বিপদ ডেকে আনল বর (Groom)। বন্ধুদের কথা রাখতে ‘চোলি কে পিছে কি হ্যায়’ গানে নাচতে নাচেন বর (Groom)। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন কনের বাবা (Groom)। একেবারে বাতিল করে দেন বিয়ে (Groom)।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বর তার বন্ধুদের নিয়ে বিয়ের স্থানে পৌঁছান এবং তার বন্ধুদের উৎসাহে নাচ শুরু করেন। গানের তালে নাচতে গিয়ে তিনি নিজেকে আটকে রাখতে পারেননি। বিয়েতে আমন্ত্রিতরাও তাঁকে উৎসাহ দিতে থাকে নাচার জন্য। এধরনের মনরঞ্জন একেবারেই পছন্দ করেনি কনে’র বাবা।
বরের আচরণকে ‘অযাচিত’ ও ‘অবৈধ’ বলে মনে করে কনে’র বাবা ক্ষুব্ধ হয়ে বিয়ের অনুষ্ঠান স্থগিত করে দেন। তিনি অভিযোগ করেন যে বর তার পরিবারের মূল্যবোধকে অসম্মান করেছেন এবং কটাক্ষ করে অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। কনে নিজের বাবার ঘটনায় অবাক হয়ে যান। তাঁর চোখ দিয়ে জল পড়তে শুরু করেছে। বর কনের বাবাকে সেই সময় কনের বাবাকে বোঝানোর চেষ্টা করেন। তবে তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
কনে’র পরিবারের সূত্র অনুযায়ী, কনে’র বাবা বিয়েটি বাতিল করার পর তার ক্ষোভ কিছুতেই কমেনি। তিনি কনে’কে বর ও তার পরিবার থেকে কোনও যোগাযোগ করতে মানা করে দিয়েছেন।
এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার সৃষ্টি হয়, যেখানে একটি সংবাদপত্রের কেটে শেয়ার করা হয়, যার শিরোনাম ছিল: “বর ‘চোলি কে পেছে’ গানে নাচতে গিয়ে অতিথিদের বিনোদন দেন, কনে’র বাবা বিয়েটি বাতিল করেন।”
এটি একমাত্র এই ধরনের ঘটনা নয়। গত বছরের ডিসেম্বর মাসে, উত্তরপ্রদেশের চাঁদৌলির এক বর খাবার দিতে দেরি হওয়ায় তার বিয়ে বাতিল করেন। পরে সেই একই দিনে তিনি তার কাকীমাকে বিয়ে করেন। কনে’র পরিবার পরবর্তীতে পুলিশে অভিযোগ দায়ের করেন, দাবি করেন যে তারা প্রায় ৭ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন বিয়ের আয়োজনের জন্য।