Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • ভাইরাল
  • Liquor: মদ বিক্রিতে নতুন বছরেই রেকর্ড বাংলার! মদ্যপানের রেকর্ডে এগিয়ে কোন রাজ্য
অফবিট

Liquor: মদ বিক্রিতে নতুন বছরেই রেকর্ড বাংলার! মদ্যপানের রেকর্ডে এগিয়ে কোন রাজ্য

Email :35

বছরের শেষ সপ্তাহে মদ (liquor) বিক্রির অঙ্কে নতুন রেকর্ড গড়েছে কলকাতা। ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাত্র আট দিনে বিপুল পরিমাণ মদ (liquor) বিক্রি হয়েছে। এই প্রবণতা শুধু কলকাতায় নয়, গোটা দেশেই মদ (liquor) বিক্রির হার ক্রমশ ঊর্ধ্বমুখী।

ভারতের কিছু রাজ্যে মদ বিক্রি ও পান নিষিদ্ধ। এর মধ্যে রয়েছে বিহার, গুজরাত, মিজোরাম, এবং নাগাল্যান্ড। লাক্ষাদ্বীপেও মদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে বাকি রাজ্যগুলিতে মদের চাহিদা দিন দিন বাড়ছে। সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, ভারতে ১৫ বছর বা তার বেশি বয়সি ১৮.৭ শতাংশ পুরুষ মদ্যপান করেন। মহিলাদের ক্ষেত্রে এই হার মাত্র ১.৩ শতাংশ। আরও চমকপ্রদ তথ্য হল, ভারতের গ্রামাঞ্চলে শহরের তুলনায় মদ্যপানের হার বেশি।

পুরুষদের মদ্যপানের নিরিখে সবার উপরে রয়েছে অরুণাচল প্রদেশ, যেখানে ৫২.৬ শতাংশ মানুষ মদ্যপান করেন। দ্বিতীয় স্থানে তেলেঙ্গানা (৪৩.৪ শতাংশ) এবং তৃতীয় স্থানে সিকিম (৩৯.৯ শতাংশ)। পশ্চিমবঙ্গ এই তালিকায় রয়েছে ২৬তম স্থানে। মহিলাদের মদ্যপানের ক্ষেত্রেও অরুণাচল প্রদেশ শীর্ষে। সেখানে ২৪.২ শতাংশ মহিলার মদ্যপানের অভ্যাস রয়েছে। সিকিমে এই হার ১৬.২ শতাংশ। পশ্চিমবঙ্গে মহিলাদের মধ্যে মদ্যপানের হার অনেকটাই কম, মাত্র ১.১ শতাংশ।

এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (NFHS)-এর তথ্যের ভিত্তিতে। প্রতি তিন বছর অন্তর এই সমীক্ষা করা হয়। ২০১৯ থেকে ২০২১ সালের তথ্যের উপর ভিত্তি করে ২০২২ সালে শেষ সমীক্ষাটি করা হয়েছিল। ভারতে মদ বিক্রির উর্ধ্বমুখী হার সমাজের পরিবর্তিত দৃষ্টিভঙ্গি এবং চাহিদার প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই প্রবণতার দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, তা নিয়ে আলোচনা জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts