Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • Uncategorized
  • Taliban:  বিপদ বাড়ছে পাকিস্তানের! তালিবানের হাতে আসতে চলেছে পরমাণু অস্ত্র
Uncategorized

Taliban:  বিপদ বাড়ছে পাকিস্তানের! তালিবানের হাতে আসতে চলেছে পরমাণু অস্ত্র

Email :10

তালিবানের (Taliban) সাম্প্রতিক কার্যকলাপ দেখে এবার নিজেদের ভুলের মাশুল বুঝতে শুরু করেছে পাকিস্তান। দীর্ঘদিন ধরে যাদের শক্তি (Taliban) বাড়তে সাহায্য করা হয়েছিল, সেই তেহরিক-ই-তালিবানই (Taliban) এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশ থেকে ১৬ জন পারমাণবিক বিজ্ঞানী এবং তাঁদের সহায়কদের অপহরণ করেছে এই জঙ্গি গোষ্ঠী। পাকিস্তানের সেনা সূত্রের দাবি, বিজ্ঞানীদের সঙ্গে মজুত থাকা গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম এবং পারমাণবিক বোমা তৈরির অন্যান্য সরঞ্জামও ছিনিয়ে নিয়েছে তারা।

দীর্ঘদিন ধরে খাইবার পাখতুন অঞ্চলে তেহরিক-ই-তালিবানের সক্রিয়তা পাকিস্তানের জন্য বড় মাথাব্যথার কারণ। আফগানিস্তানের অন্তর্ভুক্তি বা স্বাধীনতার দাবি তুলে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই গোষ্ঠী। আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তাদের কার্যকলাপে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে। গত বছর থেকেই পাকিস্তানের একাধিক সীমান্তবর্তী এলাকায় তেহরিক-ই-তালিবানের তৎপরতা বাড়তে দেখা গেছে। এবার সরাসরি পারমাণবিক বিজ্ঞানীদের অপহরণে তাদের জড়িয়ে পড়া চরম উদ্বেগজনক ঘটনা বলেই মনে করা হচ্ছে। পাকিস্তান সেনার তরফে জানানো হয়েছে, তেহরিক-ই-তালিবান বন্দিদের মুক্তি দেওয়ার শর্ত হিসেবে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার দাবি জানিয়েছে। তবে পাকিস্তান সরকার এই শর্ত মানবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার এই চরম ব্যর্থতা আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঘরেই তৈরি হওয়া সন্ত্রাসবাদী গোষ্ঠী এখন তাদের অস্ত্রই পাকিস্তানের দিকে তাক করেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts