Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • Uncategorized
  • Bangladesh border: বাংলাদেশে নিরাপত্তার অভাব! ভারতে এসে সন্তানের অন্নপ্রাশন সারলেন দম্পতি
Uncategorized

Bangladesh border: বাংলাদেশে নিরাপত্তার অভাব! ভারতে এসে সন্তানের অন্নপ্রাশন সারলেন দম্পতি

Email :16

বাংলাদেশে (Bangladesh Border) অন্নপ্রাশনের অনুষ্ঠান করলে মৌলবাদী হামলার আশঙ্কা ছিল—এই ভয় থেকেই সন্তানকে নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে এলেন এক বাংলাদেশি দম্পতি। বীরভূমের গুরুকুল নাট্য আশ্রমে আশ্রয় নিয়ে সেখানেই আয়োজন করলেন সন্তানের (Bangladesh Border)  মুখে ভাত অনুষ্ঠান। নিরাপত্তার কারণে নিজেদের নাম প্রকাশ করতে চাননি তাঁরা (Bangladesh Border) ।

অভিযোগ, ওই দম্পতির পরিবারের সদস্যদের বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এরপর থেকে দেশে অন্নপ্রাশনের আয়োজন করার সাহস পাননি তাঁরা। দম্পতির দাবি, “বাংলাদেশে অনুষ্ঠান করলে যে কোনো সময় মৌলবাদীদের হামলার শিকার হতে পারতাম।”

রবিবার বীরভূমের গুরুকুল নাট্য আশ্রমে ছোট্ট শিশুর মুখে ভাত তুলে দিলেন মামা প্রবীর কুমার, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মসচিব। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জেরে তিনি আগেই পদত্যাগ করেছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রীপ্রাপ্ত শিল্পী রতন কাহার-সহ আরও অনেকে।

শিশুটির বাবা ভারতের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী। মা বাংলাদেশের ঢাকার বাসিন্দা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক। আড়াই বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল, এবং তাঁদের একমাত্র সন্তান বাংলাদেশের নাগরিক।

শিশুর বাবা জানান, “বাংলাদেশে এখন অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত থেকে আত্মীয়রাও সেখানে যেতে পারছেন না।” তবে বীরভূমে নিরাপদে সন্তানের অন্নপ্রাশনের আয়োজন করতে পেরে তাঁরা স্বস্তি পেয়েছেন।

বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সেদেশে অরাজকতার সৃষ্টি হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েই গিয়েছে। বার বার ধর্মান্তরিত করা, হিন্দুদের মন্দির ভাঙচুর করা, লুঠ করার অভিযোগ উঠেছে। এমনকী সংখ্যালঘুদের বাড়িতে বার বার হামলার ঘটনা ঘটছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের অবৈধ শরণার্থীদের সংখ্যা বেড়ে চলেছে। অন্যদিকে, বাংলাদেশ সীমান্তে বিজিবি বার বার উত্তেজনা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ। একাধিকবার উন্মুক্ত সীমান্তে কাঁটাতার দিতে বাধা দিচ্ছে বিএসএফকে বলে অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts