Shopping cart

TnewsTnews
  • Home
  • “এক সেকেন্ডের জন্য যদি তৃণমূল গণতন্ত্র ভুলে যায়, বাংলায় একটা বিজেপির পতাকাও লাগাতে পারবে না”— বিস্ফোরক মন্তব্য সোহমের

রাজ্যে যখন বিধানসভা নির্বাচনের হাওয়া বইছে, তখন ফের রাজনৈতিক মঞ্চে তোলপাড় তৈরি করলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। একদিকে তিনি (Soham Chakraborty)টলিউডের জনপ্রিয় মুখ, অন্যদিকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের স্বস্তিপল্লি ফুটবল ময়দানে তৃণমূল যুব কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েই বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তিনি।

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সোহম বলেন, “বাংলার প্রাপ্য প্রায় ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। কারণ একটাই—বাংলাকে দুর্বল করে দেওয়া। কিন্তু যতবার তারা বাংলাকে সাফ করার চেষ্টা করেছে, ততবার বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতেই তাদের সাফ করে দিয়েছে।”

এরপরই তৃণমূল বিধায়ক (Soham Chakraborty) হুঁশিয়ারি দিয়ে বলেন, “তারা (বিজেপি) বলে, বাংলায় গণতন্ত্র নেই, আইন নেই। অথচ এই পৃথিবীতে গণতন্ত্রের সবচেয়ে বড় পূজারি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আদর্শেই আমরা রাজনীতি করি, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু আমরা যদি এক সেকেন্ডের জন্যও গণতন্ত্র ভুলে যাই, তাহলে বিজেপি বাংলায় একটা পতাকাও লাগাতে পারবে না, সভা-মিছিল করা তো দূরের কথা।”

সোহমের (Soham Chakraborty) এই বক্তব্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই হুঁশিয়ারিকে নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। তৃণমূলের কর্মী-সমর্থকেরা সোহমের পাশে দাঁড়িয়ে মন্তব্য করছেন— “বিজেপি বুঝে নিক, বাংলায় গণতন্ত্র আছে বলেই তারা কথা বলতে পারে।”

তবে বিজেপির পক্ষ থেকে পালটা দিতে ছাড়েনি গেরুয়া শিবির। পূর্ব বর্ধমান জেলা বিজেপির মুখপাত্র সৌম্যরূপ বন্দ্যোপাধ্যায় সোহমকে কটাক্ষ করে বলেন, “যে দলে নিজেদের মধ্যেই গণতন্ত্র নেই, তাদের কাছ থেকে গণতন্ত্রের পাঠ নেওয়ার কিছু নেই। উনি একজন অভিনেতা, কিন্তু রাজনীতিতে কেউ ওঁকে সিরিয়াসলি নেয় না। ভোটের টিকিট নিশ্চিত করতে এসব মন্তব্য করছেন।”

সোহমের এই “এক সেকেন্ডের গণতন্ত্র সতর্কবাণী” ঘিরে এখন জোর আলোচনা রাজনৈতিক মহলে। একদিকে তৃণমূলের কর্মীদের উচ্ছ্বাস, অন্যদিকে বিজেপির তীব্র বিরোধিতা— নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠছে বাংলা রাজনীতি।