বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে সরাসরি হুঁশিয়ারি! বাঁকুড়ার ছাতনায় তৃণমূলের ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খাঁর (Rejaul Khan) বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। প্রকাশ্য সভা থেকে বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে লক্ষ্য করে বিস্ফোরক ভাষায় আক্রমণ করেন তিনি (Rejaul Khan)। এমন মন্তব্যে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাঁকুড়া জেলায়।
তৃণমূলের ছাতনা ব্লকের বিজয়া সম্মেলনীর মঞ্চে উঠে রেজাউল (Rejaul Khan) বলেন, “ছাতনার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে রোগীরা পর্যন্ত বিধায়কের শংসাপত্র পায় না। এখন বিধায়ক সেলফি তুলতে এলাকায় গেলে জেনে রাখুন, আপনার জন্য ডান্ডাতে তেল লাগানো আছে।” তাঁর (Rejaul Khan) বক্তব্যের সুর তখনই আরও তীব্র হয়। রেজাউল খাঁ বলেন, “আমাকে জেহাদি বলেছেন বিধায়ক। বলুন দেখি, আব্দুল কালাম, শাহরুখ খান, আমির খান— এঁদেরও কি জেহাদি বলবেন? আমাদের মতো মুসলিম যুবকরা সমাজ গড়তে নেমেছে, মানুষের পাশে দাঁড়ায়, তাদের জেহাদি বললে কপালে দুঃখ আছে। ২০২৬ সালের নির্বাচনের দিন আপনাকে গণতান্ত্রিকভাবে হারিয়ে উলঙ্গ করে দৌড় করাব।”
রেজাউলের (Rejaul Khan) এই বক্তব্যে মুহূর্তেই তোলপাড় শুরু হয় রাজনৈতিক মহলে। বিজেপি এই মন্তব্যকে “বিজয়া নয়, হুমকি সম্মেলন” বলে কটাক্ষ করেছে। বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূলের বিজয়া সম্মেলনী এখন হুমকি সম্মেলনীতে পরিণত হয়েছে। দেখা যাক, ২০২৬-এর নির্বাচনের পরে জনগণ কাকে উলঙ্গ করে দৌড় করায়।”
তৃণমূলের বিজয়া সম্মেলনীগুলি আসলে শান্তি ও সৌহার্দ্যের বার্তা দেওয়ার কথা। কিন্তু রাজ্যজুড়ে এই ধরনের মঞ্চ থেকেই এখন একের পর এক তীব্র মন্তব্য উঠে আসছে (Rejaul Khan)। কখনও বিরোধীদের গুলি চালানোর হুঁশিয়ারি, কখনও ‘বাংলাদেশ পাঠানো’র মন্তব্য, আবার এবার সরাসরি ‘উলঙ্গ করে দৌড় করানোর’ কথা। ফলে ভোটের আগে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যের তৃণমূল নেতৃত্ব এই ভাষণগুলিকে ‘উত্তেজনামূলক’ বলে হয়তো অস্বীকার করবে, কিন্তু বাস্তবে ভোটের আগে এই ধরনের বক্তব্য রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। অন্যদিকে, বিজেপির তরফে বলা হচ্ছে— “তৃণমূল বুঝে গেছে, মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই ভয় দেখিয়ে রাখার চেষ্টা করছে।”
সব মিলিয়ে বিজয়া সম্মেলনীর মঞ্চ এখন যেন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে হুঁশিয়ারি, অন্যদিকে কটাক্ষ— আর এর মাঝেই ২০২৬-এর ভোটের আগে ক্রমশ গরম হচ্ছে বাংলার মাটি।