সাম্প্রতিক উত্তপ্ত সীমান্ত পরিস্থিতির মধ্যেই আচমকা পঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। মঙ্গলবার সকালে জওয়ানদের সঙ্গে দেখা করে তাঁদের সাহস ও নিষ্ঠার প্রশংসা করলেন তিনি। (PM Modi) সফরের গুরুত্ব বেড়েছে কারণ এটি এমন সময়ে ঘটল, যখন ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান আদমপুরে পাল্টা হামলার চেষ্টা করেছিল, এবং দাবি করেছিল ভারতের অত্যাধুনিক এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে (PM Modi)।
প্রতীকী কৌশল, কড়া বার্তা
পাকিস্তানের সেই দাবি কার্যত খণ্ডন করে প্রধানমন্ত্রী এস-৪০০ লঞ্চারের সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করেন। এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে মোদী লেখেন — “মঙ্গলবার সকালে আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে আমাদের সাহসী জওয়ানদের সঙ্গে দেখা করলাম। পাকিস্তানের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করা এই সেনানীদের সঙ্গে সাক্ষাৎ এক বিশেষ অভিজ্ঞতা। দেশের প্রতিরক্ষা বাহিনীই আমাদের গর্ব।”
হাই সিকিউরিটি সফর
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বায়ুসেনা ঘাঁটিতে ছিল কড়া নিরাপত্তা। তিনি ঘাঁটির ভেতরে বায়ুসেনার বিভিন্ন ইউনিট ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন, মনোবল বৃদ্ধিতে বার্তা দেন। সেনাদের উদ্দেশে তাঁর বার্তা ছিল স্পষ্ট — “আপনারা দেশমাতৃকার রক্ষক। গোটা দেশ আপনাদের পাশে রয়েছে।”
‘অপারেশন সিঁদুর’-এর পটভূমি ও পাকিস্তানের হামলা ব্যর্থ
সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ বিরোধী ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য এবং সেনাবাহিনীর ভূমিকাকে প্রশংসা করেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই আদমপুর সফরে যান তিনি। সূত্র বলছে, অপারেশনের পর আদমপুর-সহ একাধিক বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। তবে ভারতের এয়ার ডিফেন্স ও সেনার তৎপরতায় সেই হামলা ব্যর্থ হয়।
প্রধানমন্ত্রীর ভাষণ: “দেশমাতৃকাকে প্রণাম”
সোমবারের ভাষণে মোদী বলেন, “আপনারা আমাদের শক্তি। আপনাদের সমর্থনেই আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি। সেনাবাহিনী আপনাদের নিরাপত্তার জন্য প্রতিটি মুহূর্তে প্রস্তুত।”
তিনি আরও বলেন, “পহেলগাঁওয়ের মতো ঘটনা আর ঘটতে দেওয়া হবে না। আমরা কাশ্মীরে স্থায়ী শান্তি ফিরিয়ে আনব। আমি দেশবাসী, সেনা বাহিনী ও সর্বোপরি দেশমাতৃকাকে প্রণাম জানাই।”
বার্তা স্পষ্ট: সেনার পাশে সরকার
প্রধানমন্ত্রীর এই সফরকে শুধু প্রতীকী নয়, বরং একটি কৌশলগত বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সীমান্তে উত্তেজনার মধ্যেই সেনাবাহিনীর পাশে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মোদী — সরাসরি যুদ্ধজয়ের পর ময়দানে এসে কৃতজ্ঞতা ও আস্থা প্রকাশ করলেন সেনার প্রতি।