Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • হঠাৎ সংজ্ঞাহীন, বিমানে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহিলা! মাঝ আকাশ থেকে ফিরিয়ে আনা হল বিমান! কী হয়েছিল ঠিক?
Important

হঠাৎ সংজ্ঞাহীন, বিমানে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহিলা! মাঝ আকাশ থেকে ফিরিয়ে আনা হল বিমান! কী হয়েছিল ঠিক?

air india plane
Email :38

মাঝ আকাশে (Air India) ভয়াবহ দুর্ঘটনা। এয়ার ইন্ডিয়ার একটি বিমানে সফররত এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। বিমানটি (Air India) কানাডার ভ্যাঙ্কুভার থেকে কলকাতা হয়ে দিল্লি যাচ্ছিল। আন্তর্জাতিক ওই উড়ানটি কলকাতা বিমানবন্দরে জ্বালানি ভরার জন্য নামলেও, জ্বালানি নিয়ে ফের উড়েই ঘটে বিপত্তি।

বিমানে (Air India) থাকা ৫৪ বছরের এক মহিলা যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই সংজ্ঞা হারান। পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ কেবিন ক্রু বিষয়টি পাইলটকে জানান। পাইলট সঙ্গে সঙ্গে কলকাতার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের (Air India) অনুমতি চান। অনুমতি মেলামাত্রই বিমানটি দ্রুত ঘুরিয়ে আনা হয় কলকাতা বিমানবন্দরে।

air india plane
ফাইল ছবি

বিমানটি নামতেই আগে থেকেই প্রস্তুত থাকা চিকিৎসক দল মহিলা যাত্রীকে অ্যাম্বুল্যান্সে করে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছেই চিকিৎসকরা জানান, ওই মহিলা আর বেঁচে নেই। মৃতার নাম রাজবীর কৌর ভিন্দর, বয়স ৫৪। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে প্রশাসন। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় সহযাত্রীদের মধ্যে।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যাত্রীটি আগেই কোনও গুরুতর অসুস্থতায় ভুগছিলেন, তবে সবদিক খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts