২১ জুলাই থেকে শুরু হচ্ছে ভারতের সংসদের বাদল অধিবেশন (Badal session)। চলবে আগামী ২১ অগস্ট পর্যন্ত। এ বছরের বাদল অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কারণ ‘অপারেশন সিঁদুর’-এর পর এটাই প্রথম সংসদীয় অধিবেশন (Badal session)। বুধবার এক্স হ্যান্ডেলে এই খবর ঘোষণা করেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেই অধিবেশনের সময়সূচি চূড়ান্ত হয়েছে। তবে স্বাধীনতা দিবস উদযাপনের কারণে ১৩ ও ১৪ অগস্ট সংসদের অধিবেশন হবে না।
প্রতিবারের মতো এবার আর ১২ অগস্টের মধ্যে অধিবেশন শেষ হচ্ছে না (Badal session)। বরং সময়সীমা বাড়িয়ে আরও এক সপ্তাহ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাত ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলের সাংসদরা। তাদের দাবি ছিল, এই ইস্যুতে একটি বিশেষ অধিবেশন ডাকা হোক। এবার বাদল অধিবেশনে (Badal session) সেই উত্তপ্ত ইস্যু নিয়েই আলোচনা হতে পারে। বিশেষ করে বিরোধীদের তরফে প্রশ্ন উঠবে, আদৌ কি মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থেমেছিল ভারত-পাকিস্তান সংঘাত? কেন্দ্রকে জবাব দিতেই হবে।
তবে শুধু অপারেশন সিঁদুর নয়, বাদল অধিবেশনে সরব হতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া (INDIA)। নির্বাচন কমিশনের ভূমিকা ও ভোটার তালিকায় নাম তোলার পদ্ধতি নিয়েও সংসদে সুর চড়াবে তারা। একাধিক বিরোধী নেতা ইতিমধ্যেই এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এদিকে, বাজেট অধিবেশনে যেমন ওয়াকফ সংশোধনী বিল এবং অর্থ বিল পাশ হয়েছিল, এবারের বাদল অধিবেশনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল সংসদে পেশ ও পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সামনে রয়েছে বেশ কিছু রাজনৈতিক নাটকীয়তা, উত্তপ্ত বিতর্ক আর তথ্যঘন অধিবেশন—এই বাদল অধিবেশন তাই শুধুমাত্র আইনি কাজকর্মের নয়, হয়ে উঠতে চলেছে রাজনৈতিক দাবিদাওয়া আর সরকারকে কোণঠাসা করার কৌশলের মঞ্চ। সংসদের এই অধিবেশনে নতুন কী চমক অপেক্ষা করছে, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।