১৯ সেপ্টেম্বর শুক্রবার, সঙ্গীতপ্রেমীদের হৃদয় ছুঁয়ে চলে গেলেন স্বনামধন্য গায়ক জুবিন গর্গ (Zubbing Garg)। অসমের ভূমিপুত্র জুবিনের কণ্ঠে অসমিয়া, বাংলা, হিন্দি ছাড়াও বিভিন্ন উপজাতির ভাষায় প্রায় ৪০ হাজার গান ধ্বনিত হয়েছে। তিনি(Zubbin Garg)। সিঙ্গাপুরে চতুর্থ নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে আকস্মিকভাবে জীবনাবসান করেন।
শিল্পীর (Zubbin Garg)। মৃত্যু সঙ্গীতজগতে এক অপূরণীয় শোকের সৃষ্টি করেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শোকসংবাদ পাওয়ার পর তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।
জুবিনের (Zubbin Garg)। দেহ শনিবার রাতে সিঙ্গাপুর থেকে দিল্লি পৌঁছায়। সেখানেই তাকে শ্রদ্ধা জানায় মুখ্যমন্ত্রী। এরপর রবিবার ভোরে গুয়াহাটি বিমানবন্দর থেকে দেহটি পৌঁছয় অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে। এখানে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জনসাধারণ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর সম্পন্ন হবে শিল্পীর শেষকৃত্য।
এই মর্মান্তিক ঘটনায় গায়ক জুবিনের (Zubbin Garg)। স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ কাতর হয়ে বলেন, মৃত্যুর পর তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে দায়ের করা এফআইআর তুলে নেওয়া হোক। তিনি আরও জানিয়েছেন, দীর্ঘদিনের সম্পর্কের কারণে সিদ্ধার্থ সবসময় জুবিনের পাশে থেকেছে। তাই শেষকৃত্যে তার উপস্থিতি অপরিহার্য। গরিমা সকলকে অনুরোধ করেছেন, কোনও নেতিবাচক মন্তব্য বা বিতর্ক থেকে বিরত থাকুন। তিনি বলেছেন, “ওকে আমার ভীষণ দরকার।”
জুবিন গর্গের আকস্মিক চলে যাওয়া সঙ্গীতজগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। শিল্পীর গান ও কণ্ঠস্বর চিরকাল সবার হৃদয়ে বেঁচে থাকবে।