Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • All
  • Teachers Protest: সকালে এসএসসির চেয়ারম্যানের জন্য চা আসতেই ভাঁড় ভাঙলেন আন্দোলনকারীরা
All

Teachers Protest: সকালে এসএসসির চেয়ারম্যানের জন্য চা আসতেই ভাঁড় ভাঙলেন আন্দোলনকারীরা

Email :20

নিজেদের প্রাপ্য চাকরি না নিয়ে ঘরে ফিরবেন না (Teachers Protest)—এই অঙ্গীকার নিয়েই সোমবার থেকে আন্দোলনে বসেছেন এসএসসি বঞ্চিতরা (Teachers Protest)। বারবার অনুরোধ করা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার একবারের জন্যও বাইরে এসে মুখ দেখাননি (Teachers Protest)। রাত পেরিয়ে গেলেও তাঁর কোনো সাড়া না মেলায় আরও ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা (Teachers Protest)।

মঙ্গলবার সকালেও আচার্য সদনের বাইরে টানা চলছে অবস্থান। দফায় দফায় উঠছে স্লোগান। অভিযোগ, গোটা রাত তাঁদের এক ফোঁটা জলও দেওয়া হয়নি। এমনকি ব্যবহারযোগ্য টয়লেটও বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি।

সকাল সাড়ে ছ’টার দিকে হঠাৎই দেখা যায়, এক ব্যক্তি চায়ের ফ্লাস্ক ও মাটির ভাঁড় হাতে ভবনের দিকে যাচ্ছেন। সহজেই অনুমান করা যায়—এই চা পাঠানো হয়েছে ভিতরে আটকে থাকা চেয়ারম্যান ও কর্মীদের জন্য। আর তাতেই ক্ষুব্ধ হয়ে উঠলেন আন্দোলনকারীরা। তাঁরা গেটের দিকে ছুটে গিয়ে ওই ব্যক্তিকে বাধা দেওয়ার চেষ্টা করেন। যদিও তাঁকে আটকানো না গেলেও, তাঁর হাত থেকে টেনে নিয়ে মাটিতে ছুঁড়ে ভেঙে দেওয়া হয় চায়ের ভাঁড়।

বিক্ষোভকারীদের বক্তব্য, “আমরা সারারাত রাস্তায় বসে থাকলাম, জল পর্যন্ত জোটেনি। আর ওঁরা আরামে চা খাচ্ছেন! এতটুকু লজ্জাও নেই!”
সোমবার রাতেও দেখা গিয়েছিল এমনই চিত্র—এসএসসি অফিসে ঢুকছিল পিৎজা ও বিরিয়ানি। সেই খাবার দেখে আরও ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা, এবং আন্দোলনের মাঝেই সেই খাবার আটকে দেন ও তা নষ্ট করে দেন।

এই পরিস্থিতিতে প্রশাসনিক দিক থেকে কোনও স্পষ্ট পদক্ষেপ না আসায় বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা—প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চলবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts