দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে (Kakdwip) বুধবার সকালবেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কামারহাট ও কাশিনগরের মাঝে যাত্রীবোঝাই একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় বাস ও ট্রাকের সামনের অংশ। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে শুরু করেন উদ্ধারকাজ। আহতদের তড়িঘড়ি কাকদ্বীপ (Kakdwip) মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে চিকিৎসা চলছে।
জানা গিয়েছে, এদিন সকালেই গঙ্গাধরপুর থেকে একটি বাস যাত্রী নিয়ে কলকাতার দিকে রওনা দেয় (Kakdwip)। জাতীয় সড়কের কামারহাট ও কাশিনগরের মধ্যবর্তী এলাকায় এসে হঠাৎই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের সঙ্গে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাসের ভিতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যান। বাস ও ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শুরু হয় তীব্র উত্তেজনা (Kakdwip) । স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশবাহিনী। পুলিশের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক, যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের যৌথ উদ্যোগে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রাক সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয় (Kakdwip)। এখনো পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট নয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়ি দুটির গতি, ব্রেক ফেল কিংবা অন্য কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।