Shopping cart

TnewsTnews
  • Home
  • All
  • BSF jawan: পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান! স্বামীর খোঁজে পাঠানকোট রওনা পুর্নমের অন্তঃসত্ত্বা স্ত্রী
All

BSF jawan: পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান! স্বামীর খোঁজে পাঠানকোট রওনা পুর্নমের অন্তঃসত্ত্বা স্ত্রী

Email :25

চার দিন পেরিয়ে গেলেও এখনও কোনও খোঁজ নেই বিএসএফ জওয়ান ( BSF jawan) পুর্নম কুমার সাউয়ের। দফায় দফায় বৈঠক হলেও স্বামীর ( BSF jawan) পরিস্থিতি নিয়ে কিছুই জানতে পারেননি তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। উদ্বেগে আর বাড়িতে বসে থাকতে না পেরে এবার স্বামীর খোঁজে ( BSF jawan) পাঠানকোট রওনা হচ্ছেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।

রজনী বলেন, “চারদিন হয়ে গেল, এখনও জানিনা কী অবস্থায় আছেন উনি। খাবার পাচ্ছেন কি না, তাও জানা নেই। শুধু শুনছি, ফ্ল্যাগ মিটিং চলছে।” সামনাসামনি গেলে যদি কিছু তথ্য মেলে, সেই আশাতেই পাঠানকোটের পথে সাউ পরিবার।

শুক্রবার রাতে ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার (সিও) জানিয়েছিলেন, পাঠানকোটে যাওয়ার প্রয়োজন নেই, কথা চলছে। পরে আবার বলা হয়, চাইলে পরিবার যেতে পারে। তবে শুধু বৈঠকের খবর শুনে আশ্বস্ত হতে পারছেন না তাঁরা।

রজনী স্পষ্ট জানালেন, “দেশের সব স্তরে কথা চলছে। তাই পাঠানকোট যাচ্ছি। যদি ওখানে কিছু না হয়, তবে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব — আমাদের স্বামীকে ফিরিয়ে দিন।”

অন্তঃসত্ত্বা রজনী এখন গর্ভস্থ সন্তানের থেকেও বেশি উদ্বিগ্ন স্বামীর জন্য। তাঁর একটাই দাবি, পুর্নম সাউকে দ্রুত নিরাপদে দেশে ফিরিয়ে আনা হোক। পাশাপাশি, পুর্নমের মা দেবন্তী দেবীর কণ্ঠেও ফুটে উঠেছে মায়ের যন্ত্রণা। তিনি বলেন, “ছেলে সুস্থ ভাবে ফিরে আসুক, এটাই চাই। অনেক দিন হয়ে গেল, ছেলের সঙ্গে কথা বলতে পারিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts