পহেলগাঁওয়ের বৈসরনে হিন্দু পর্যটকদের উপর নির্মম জঙ্গি হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার (Pakistani)। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত এবং সার্ক ভিসাধারী পাকিস্তানিদের ফেরত পাঠানোর নির্দেশের পর (Pakistani), এবার আরও এক ধাপ এগোল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিল, দেশের মাটিতে আর পাকিস্তানিদের ঠাঁই নেই (Pakistani)।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে—ভারতে অবস্থানরত সমস্ত পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল করতে হবে। আগামী ২৭ এপ্রিলের মধ্যে সকল পাকিস্তানিকে দেশ ছেড়ে যেতে হবে।
এই সিদ্ধান্তের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে কোনও ধরনের ঝুঁকি নেওয়া যাবে না। পাকিস্তানিদের চিহ্নিত করে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে হবে।
পাকিস্তানি নাগরিকদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় পশ্চিমবঙ্গ, পঞ্জাব এবং রাজস্থানকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, দ্রুত তালিকা তৈরি করে তাঁদের উৎখাতের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
২২ এপ্রিলের হামলায় ২৬ জন নিরপরাধ হিন্দু পর্যটককে বেছে বেছে হত্যা করে জঙ্গিরা। ভারতের গোয়েন্দা তথ্য ও তদন্তে উঠে এসেছে, এই হামলার পিছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে।
এই প্রেক্ষিতে, বিদেশ সচিব বিক্রম মিশ্রি ইতিমধ্যেই আমেরিকা, ইতালি, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চিন-সহ একাধিক দেশের কূটনীতিকদের কাছে পাকিস্তানের জঙ্গি যোগের প্রমাণ পেশ করেছেন।
ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তা দিয়েছেন, “প্রত্যেকটি জঙ্গিকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। যারা এই নৃশংসতার পরিকল্পনা করেছে বা সমর্থন দিয়েছে, কেউ রেহাই পাবে না।”
ভারত স্পষ্ট করেছে—দেশের নিরাপত্তা ও নাগরিকদের রক্ষার প্রশ্নে কোনওরকম আপস নয়। পহেলগাঁওর হত্যাকাণ্ডের জবাবে সাহসী ও কড়া কূটনৈতিক সিদ্ধান্তে এবার সারা বিশ্বের নজর ভারতের দিকে।