Email :37
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI171 ভেঙে (Ahmedabad Plane crash) পড়ার মুহূর্তের সাক্ষী রইলেন এক স্থানীয় বাসিন্দা। ভয়াবহ সেই ঘটনার বর্ণনায় উঠে এলো আতঙ্ক, ধোঁয়া আর মৃত্যুপুরীর ছবি।
এক প্রত্যক্ষদর্শী জানান, “আমি বাড়িতে ছিলাম। হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পাই। বাইরে বেরিয়ে দেখি গোটা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ঘটনাস্থলে পৌঁছে দেখি চারিদিকে শুধু মৃতদেহ, বিমানের ধ্বংসাবশেষ (Ahmedabad Plane crash) ছড়িয়ে রয়েছে।”
বৃহস্পতিবার দুপুরের এই দুর্ঘটনায় এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এখনও চলছে উদ্ধারকার্য, ঘটনাস্থলে পৌঁছেছে একাধিক দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।