Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কাশ্মীরের রক্ত শুকায়নি এখনও, তার মধ্যেই আফ্রিদিকে ফুল-মালায় বরণ করল কেরলের বাসিন্দারা!
বিদেশ

কাশ্মীরের রক্ত শুকায়নি এখনও, তার মধ্যেই আফ্রিদিকে ফুল-মালায় বরণ করল কেরলের বাসিন্দারা!

Email :39

সম্প্রতি ভারত-পাকিস্তানের সম্পর্ক যখন চরম উত্তেজনায়, তখন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শহিদ আফ্রিদি (Shahid Afridi) একাধিকবার ভারতবিরোধী বিষোদ্গার করেন। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় সেনা শহিদ হওয়ার পর আফ্রিদি (Shahid Afridi) মন্তব্য করেন, “ভারত নিজের দম্ভের দাম দিচ্ছে।” পাকিস্তানের এই সামরিক সাফল্য উদ্‌যাপন করতে তিনি নিজে একটি বাইক র‍্যালিও বের করেন এবং পাক সেনার তরফ থেকে সম্মানও পান।

এই আফ্রিদিকেই (Shahid Afridi) সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে স্বাগত জানাতে দেখা গেল কিছু ভারতীয় নাগরিককে, যাঁদের বেশিরভাগই কেরল রাজ্যের বাসিন্দা বলে জানা যাচ্ছে। অনুষ্ঠানে আফ্রিদি  (Shahid Afridi) ঢুকতেই তাঁকে ‘বুম বুম’ স্লোগান দিয়ে অভ্যর্থনা জানান উপস্থিত কেরলবাসীরা। থেমে যায় অনুষ্ঠানস্থলের সাংস্কৃতিক পরিবেশনা, এবং শুরু হয় করতালির ঝড়। ভিডিওতে দেখা যায়, তাঁকে দেখে আনন্দে উদ্বেল ভক্তরা কেউ ফুল দিচ্ছেন, কেউ আবার সেলফি তুলতে ব্যস্ত।

আফ্রিদি (Shahid Afridi) নিজেও মঞ্চে উঠে বলেন, “আমি ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে ভালোবাসি। বিশেষ করে কেরলের খাবার আমার খুব পছন্দ।” শেষে নিজের জনপ্রিয় ডায়লগ বলে ওঠেন, “হো গয়া বুম বুম।”

এই দৃশ্য সামনে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা । অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন—যে মানুষটি ভারতীয় সেনাদের রক্ত নিয়ে কটাক্ষ করেন, যাঁকে পাকিস্তানে সশস্ত্র বাহিনী পুরস্কৃত করে, তাঁকে ভারতীয়রা কীভাবে এমনভাবে বরণ করে?

এদিকে এখনও এক মাসও পেরোয়নি পহেলগাঁও হামলার। গোটা দেশ যেখানে সন্ত্রস্ত, যেখানে শহিদ পরিবাররা এখনও শোকস্তব্ধ, সেখানে কিছু ভারতীয় নাগরিকের এমন ব্যবহারকে ‘অপমানজনক’ ও ‘লজ্জাজনক’ বলেই মনে করছেন নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts