বিশ্বখ্যাত বিলিয়নিয়ার ও টেসলার সিইও ইলন মাস্ক (Elon Musk) ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অধীনে তিনি যে সরকারি ব্যয় হ্রাস সংস্থার (Department of Government Efficiency – সংক্ষেপে “DOGE”) নেতৃত্ব দিচ্ছিলেন, তা শেষের পথে (Elon musk)।
এক্স-এ (পূর্বতন টুইটার) দেওয়া এক পোস্টে তিনি (Elon Musk) জানান, “Special Government Employee” পদে তাঁর নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। এই পদে কেউ বছরে সর্বোচ্চ ১৩০ দিন কাজ করতে পারেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ জানুয়ারি দ্বিতীয়বারের জন্য শপথ নেওয়ার দিন থেকে গননা করলে মে মাসের শেষেই ইলন মাস্কের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে (Elon Musk)।
তিনি (Elon Musk) লিখেছেন, “সরকারি অপচয় কমাতে কাজ করার সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট @realDonaldTrump-কে ধন্যবাদ জানাই। এই সংস্থা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।” তিনি (Elon Musk) আশা ব্যক্ত করেছেন যে, সরকারি খাতে খরচ কমানো একটা অভ্যাসে পরিণত হবে।
DOGE থেকে মাস্কের (Elon Musk) পদত্যাগ এসেছে এমন এক সময়ে, যখন তিনি ট্রাম্প প্রশাসনের ‘Big Beautiful Bill’ নামক আইন প্রস্তাবের বিরুদ্ধে মুখ খুলেছেন। এই বিলে একদিকে যেমন করছাড়ের প্রস্তাব রয়েছে, তেমনি রয়েছে কঠোর অভিবাসন নিয়ন্ত্রণ।
সিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ক (Elon musk) বলেন, “এই বিল আসলে বিশাল খরচের বোঝা, যা DOGE-এর মূল উদ্দেশ্যকেই নষ্ট করে দিচ্ছে।” তিনি আরও বলেন, “একটি বিল বড় হতে পারে বা সুন্দর হতে পারে, কিন্তু দুটো একসাথে হতে পারে কি না, আমি নিশ্চিত নই।”