আইপিএল ২০২৫-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে একদিকে ঝড় তুললেন ঋষভ পন্ত, আর অন্যদিকে দুরন্ত চমক দিয়ে ম্যাচ ছিনিয়ে নিলেন জিতেশ শর্মা। মঙ্গলবার লখনউয়ের একানা স্টেডিয়ামে ব্যাটে-বলে উত্তেজনার পারদ চড়াল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও লখনউ সুপার জায়ান্টসের হাইভোল্টেজ ম্যাচ।
লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্ত অসাধারণ ইনিংস খেলেন। তিনি ৬১ বলে ১১৮ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন ২২৭ রানে। তবে লক্ষ্য তাড়া করতে নেমে বেঙ্গালুরুর ব্যাটাররা সেই পাহাড় সমান রান তাড়া করে জয় তুলে নেয় মাত্র ১৮.৪ ওভারে। ম্যাচের নায়ক হয়ে উঠলেন জিতেশ শর্মা, যিনি মাত্র ৩৩ বলে ৮৫ রান করে দলকে ৬ উইকেটে জয় এনে দেন এবং কোয়ালিফায়ার ১-এ জায়গা করে নেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)।
এর আগে, টস জিতে ফিল্ডিং নেয় RCB। শুরুতে নুয়ান তুষারার দুর্দান্ত ইয়র্কারে উইকেট হারালেও, পন্ত ও মিচেল মার্শ জুটি লখনউর স্কোরবোর্ডে রানের পাহাড় গড়েন। পন্তের ইনিংসে ছিল ১১টি চার ও ৮টি ছক্কা, আর মার্শ করেন ৬৭ রান। দুজনের ১৫২ রানের জুটি ভাঙার পর পুরান কিছুটা সময় ধরে খেললেও ইনিংসের মূল নায়ক ছিলেন পন্ত। ব্যাটিংয়ে ঝড় তোলার পাশাপাশি সেঞ্চুরি উদযাপন করেন একটি ব্যতিক্রমী ‘সমার্সল্ট’ দিয়ে।
২২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে RCB শুরুতেই হারায় ফিল সল্ট, পতিদার ও লিভিংস্টোনকে। তবে বিরাট কোহলি কিছুটা লড়াই করে ৩০ বলে ৫৪ রান করেন। কিন্তু প্রকৃত পাল্টা আক্রমণ আসে পরে।
জিতেশ শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল ম্যাচের রঙ বদলে দেন। জিতেশ একের পর এক বাউন্ডারি-ছক্কা হাঁকিয়ে মাত্র ২২ বলে হাফ-সেঞ্চুরি করেন এবং শেষ পর্যন্ত ৮৫ রানে অপরাজিত থাকেন। মায়াঙ্ক ২৩ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। দুজনে মিলে RCB-কে পৌঁছে দেন ২২৮ রানের লক্ষ্যে মাত্র ১৮.৪ ওভারে।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে কোয়ালিফায়ার ১-এ পৌঁছে গেল RCB।