বাংলাদেশে (Bangladesh) অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষাক্ষেত্রে একাধিক পরিবর্তন দেখা যাচ্ছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্যসূচিতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে (Bangladesh)। এবার বিদ্যালয় ও কলেজে প্রতিদিনের সকালের শপথবাক্যেও বড়সড় পরিবর্তন আনল এই সরকার (Bangladesh)।
বুধবার (২২ মে) সরকারের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব স্কুল-কলেজে নতুন শপথবাক্য চালু করা হচ্ছে। এর ফলে, আগে যে শপথবাক্যটি পাঠ করা হত—যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ইতিহাসের উল্লেখ ছিল—তা সরিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে শেখ হাসিনার আমলে পাঠ্যক্রমে একটি ধর্মনিরপেক্ষ ও মুক্তিযুদ্ধভিত্তিক শপথবাক্য চালু হয়েছিল। সেখানে বলা হত,“পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে…”
তবে ইউনূস সরকারের নতুন শপথে এসব বাদ পড়ে, সেখানে এখন বলা হচ্ছে, “হে আল্লাহ, মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন যাতে আমি বাংলাদেশের সেবা করতে পারি…”
সরকারি বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, এই নতুন শপথবাক্য দেশপ্রেম ও নৈতিক শিক্ষার প্রতীক, এবং এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম আত্মমর্যাদাশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
তবে এই পরিবর্তন ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছেন, এতে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধান লঙ্ঘিত হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার চেষ্টা চলছে এবং রাষ্ট্রীয় শিক্ষায় ধর্মীয় রঙ ঢুকিয়ে দেওয়া হচ্ছে।













