২০২৫ সালের আইপিএল মরসুমটা রাজস্থান রয়্যালসের জন্য খুব একটা ভালো যায়নি। সঞ্জু স্যামসনের নেতৃত্বে দলটি প্লে-অফেও উঠতে পারেনি। তবুও এই দল ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছেন একমাত্র এক কিশোর—১৪ বছর বয়সী তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী (Baivab Suryavanshi)।
এই বয়সেই বৈভব (Baivab Suryavanshi) তার অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স দিয়ে দর্শক, বিশেষজ্ঞ ও প্রাক্তন ক্রিকেটারদের তাক লাগিয়ে দিয়েছেন। গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরানকারী ভারতীয় ব্যাটসম্যান হয়ে উঠেছেন তিনি (Baivab Suryavanshi) । এটাই কোনও ভারতীয় ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড (Baivab Suryavanshi) ।
কোচ অশোক কুমারের বিস্ফোরক মন্তব্য:
বিহার সিনিয়র ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ অশোক কুমার বলেছেন, “ও ছোট থেকেই একা হাতে ম্যাচ জেতানোর অভ্যেস তৈরি করেছে। গুজরাটের বিরুদ্ধে ওর ব্যাটিংই ছিল প্রমাণ। ওর খেলায় এখন অনেক পরিপক্বতা এসেছে। রাহুল দ্রাবিড় ও বিক্রম রাঠোরের উপস্থিতিতেই হয়তো ব্যাটিংয়ে আরও উন্নতি হয়েছে। আমার বিশ্বাস—বৈভব যদি ফিটনেস ও ফিল্ডিংয়ে উন্নতি করে, তবে আগামী দুই বছরের মধ্যেই জাতীয় টি-টোয়েন্টি দলে ওকে দেখা যাবে।”
আন্তর্জাতিক সফরের সুযোগ:
ইতিমধ্যেই ঘোষিত ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিয়েছে বৈভব। সেই সফরে ভারতীয় দল পাঁচটি ওয়ানডে এবং কিছু দুই দিনের ম্যাচ খেলবে। এই সিরিজেই বৈভবের আন্তর্জাতিক জুনিয়র পর্যায়ের অভিষেক হবে বলে আশা করা হচ্ছে