দেশের মাটিতে বসেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি (Pakistani Spy)? ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার (Pakistani Spy) গুরুতর অভিযোগে উত্তরপ্রদেশে এক ব্যক্তিকে গ্রেফতার করল এন্টি টেরর স্কোয়াড (ATS)। নাম—তুফাইল। তাকে বারানসী থেকে গ্রেফতার করা হয়েছে।
ATS সূত্রে জানা গেছে, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা, বিশেষ করে সেনা চলাচল, ধর্মীয় ইস্যু এবং সংবেদনশীল ভিডিও, পাকিস্তানের (Pakistani Spy) নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (TLP)-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাত তুফাইল। ওই গ্রুপে সে সরাসরি যোগাযোগ রাখত জঙ্গি নেতা মৌলানা শাহ রিজভির সঙ্গে।
বিশ্বস্ত সূত্রের খবর, এই ব্যক্তি পাকিস্তানে ‘বদলা’ নেওয়ার বার্তা পাঠাত। বাবরি মসজিদ ধ্বংসকে কেন্দ্র করে ঘৃণার উস্কানি দিতো এবং ‘ঘাজওয়া-ই-হিন্দ’-এর মতো ধর্মীয় যুদ্ধের আহ্বান জানাত। এমনকি ভারতে শরিয়ত কায়েমের জন্যও প্রচার চালাত।
ATS-এর তদন্তে উঠে এসেছে, এই চক্র শুধু ভারত-বিরোধী প্রপাগান্ডা ছড়ানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য বিদেশে পাচারও করত।
বর্তমানে তুফাইলকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য বিশ্লেষণ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও ATS।













