অসমের গোলাঘাট জেলার পাথারি এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা (Royal Bengal Tiger)। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সংলগ্ন জঙ্গলে নৃশংসভাবে খুন করা হল এক রয়্যাল বেঙ্গল টাইগারকে (Royal Bengal Tiger)। বাঘটির চারটি পা কেটে নেওয়া হয়েছে, গায়ের চামড়া উপড়ে ফেলা হয়েছে ধারাল অস্ত্র দিয়ে। বাঘের (Royal Bengal Tiger)এই রক্তাক্ত মৃতদেহ দেখে শিউরে উঠেছেন বনকর্মীরা।
বন দফতর সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় বাসিন্দারা খবর দেন যে ঝোপের মধ্যে পড়ে রয়েছে একটি বিশাল বাঘের নিথর দেহ। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাঘটিকে অত্যন্ত নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে। চোরাশিকারিদের ভূমিকা সন্দেহ করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, এই বাঘটি বহুদিন ধরে লোকালয়ে ঢুকে পড়ছিল, মাঝেমধ্যেই পোষা পশু বা মানুষের উপর হামলা করছিল। এমনকি এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলেও অভিযোগ। বহুবার বন দফতরকে জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি বলে ক্ষোভ জমেছে গ্রামবাসীদের মধ্যে।
এই ঘটনা চোরাশিকারিদের একটি সংগঠিত অপরাধচক্রের কাজ কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বাঘের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বন দফতরও বলছে, হত্যার ধরন দেখে মনে হচ্ছে এটি একটি পেশাদার ও পরিকল্পিত অপরাধ।
এদিকে এই ঘটনায় বন দফতরের ভূমিকা ও কাজের গতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।