Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • Bangladeshi Actress: থাইল্যান্ডে যাওয়ার পথে গ্রেফতার বাংলাদেশি অভিনেত্রী! শেখ হাসিনার ঘনিষ্ট বলে অভিযোগ
বিদেশ

Bangladeshi Actress: থাইল্যান্ডে যাওয়ার পথে গ্রেফতার বাংলাদেশি অভিনেত্রী! শেখ হাসিনার ঘনিষ্ট বলে অভিযোগ

Email :4

জনপ্রিয় অভিনেত্রী (Bangladeshi Actress) ও সঞ্চালক নুসরাত ফারিয়াকে রবিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতির সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকেই তাঁকে (Bangladeshi Actress) আটক করা হয়। পরে তাঁকে (Bangladeshi Actress) রাজধানীর ভাটারা থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন ডিএমপি-র যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।

পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালে ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘খুনের চেষ্টা’র অভিযোগে ভাটারা থানায় দায়ের হওয়া এক মামলার ভিত্তিতেই এই গ্রেফতারি। অভিযোগ, ওই আন্দোলন দমন করতে নুসরত তৎকালীন ক্ষমতাসীন আওয়ামি লিগের পক্ষ থেকে আর্থিক সহায়তা করেছিলেন। যদিও নুসরতের ঘনিষ্ঠ মহল থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সাম্প্রতিক সময়ে আওয়ামি লিগ নিষিদ্ধ হওয়ার পর ইউনুস সরকার ধারাবাহিকভাবে প্রাক্তন ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ব্যক্তিত্বদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। এর আগে দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকেও একই ধরনের মামলায় গ্রেফতার করা হয়েছিল। এবার সেই তালিকায় যোগ হল নুসরতের নাম।

উল্লেখযোগ্যভাবে, ভারতের পরিচালক শ্যাম বেনেগলের ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’ ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরত। এই ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে ছিলেন আরিফিন শুভ, যিনি আওয়ামি লিগের ঘনিষ্ঠ বলেই পরিচিত। রাজনৈতিক মহলের প্রশ্ন— এ গ্রেফতার রাজনৈতিক প্রতিহিংসার ফল কি?

‘মুজিব’ ছবির প্রচারের সময় Hindustan Times Bangla-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভাষা আন্দোলনের প্রসঙ্গ তুলে নুসরাত বলেছিলেন, “বিভিন্ন বই পড়ে, ডকুমেন্টারি দেখে ইতিহাস জানার চেষ্টা করেছি। বঙ্গবন্ধু ও ১৯৭১ নিয়ে কাজ করার ফলে সেই ইতিহাস ঘাঁটতে গিয়েও অনেক সময় কষ্ট পেয়েছি।” অভিনেত্রীর কথায়, “এই ছবিতে কাজ করেই মনে হয়েছে, এরপর আর অভিনয় না করলেও আফসোস থাকবে না।”

শুধু বাংলাদেশে নয়, এপার বাংলাতেও একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করেছেন নুসরত ফারিয়া। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে ‘খেলা হবে’ গানটিতে পারফর্ম করে দর্শকদের মন কাড়েন তিনি। এছাড়াও ‘বিবাহ অভিযান’ ও ‘আবার বিবাহ অভিযান’-এ অভিনয় করেছেন তিনি। গান, মডেলিং, রেডিও জকি এবং সঞ্চালনার জগতেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ৩১ বছর বয়সী এই শিল্পী।

তবে এই মুহূর্তে সব কিছুর ঊর্ধ্বে এখন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গ্রেফতারি। এই বিষয়ে তাঁর আইনজীবী ও পরিবারের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts