Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • Maldah: খেতে খেতে উঠে গিয়ে দেখি কয়েক শো লোক আমাদের বাড়ির সামনে… নতুন করে মালদায় আতঙ্কের পরিবেশ
জেলা

Maldah: খেতে খেতে উঠে গিয়ে দেখি কয়েক শো লোক আমাদের বাড়ির সামনে… নতুন করে মালদায় আতঙ্কের পরিবেশ

Email :90

টোটো রাখা নিয়ে বিবাদ থেকে গোষ্ঠী সংঘর্ষ— উত্তপ্ত হয়ে উঠল মালদহের (Maldah) রতুয়ার দেবীপুর। শনিবার রাতের ওই ঘটনায় (Maldah) ব্যাপক ভাঙচুর, লুঠপাট ও বোমাবাজির অভিযোগ উঠেছে। আতঙ্কের ছায়া রয়ে গিয়েছে রবিবারও (Maldah) । বন্ধ এলাকার অধিকাংশ দোকানপাট, টহল দিচ্ছে পুলিশ। ওই ঘটনায় ইতিমধ্যেই দুই পক্ষের মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন (Maldah) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ দেবীপুর এলাকার একটি মন্দিরের সামনে একটি টোটো রাখা নিয়ে প্রথমে বচসা শুরু হয়। অভিযোগ, বচসার মধ্যেই টোটোটির কোনও একটি অংশ ভেঙে যায়। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছয় এবং তা রূপ নেয় সংঘর্ষে।

এই সময়ের মধ্যেই এলাকার একাধিক দোকান ও বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। ইট ছোড়াছুড়ি, ভাঙচুর এবং বোমাবাজিতে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়িও।

স্থানীয় ব্যবসায়ী অনিমেশ সাহা জানিয়েছেন, “শনিবার রাত ৯টা নাগাদ আমি বাড়িতে খাচ্ছিলাম। হঠাৎ বাইরে থেকে ইঁট-পাটকেল ছোড়ার আওয়াজ পাই। ছাদে উঠে দেখি কয়েকশো লোক আমার বাড়ির দিকে ইট ছুঁড়ছে। আমি কোনও ঝামেলায় ছিলাম না, তবুও আমার দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। দোকানে হামলা চালিয়ে ১০–১২ লক্ষ টাকার মাল লুঠ করে নিয়ে যাওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “বাড়ির কাচ ভেঙে গিয়েছে, আমার দুই বছরের সন্তান ভয়ে কাঁপছে। ও আমায় জিজ্ঞেস করছে— বাবা কী হচ্ছে? আমি ওকে কী বলব? এমন পরিবেশে আমরা কীভাবে থাকব?”

এদিকে, ঘটনার পর রবিবার দিনভর এলাকায় টহলদারি চালিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলার সময় পুলিশের উপরও ইট ছোড়া হয় এবং পুলিশের একটি দলকে লক্ষ্য করে ধাওয়া করে তাণ্ডবকারীরা।

এলাকার পরিস্থিতি এখনও থমথমে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনায় দুই গোষ্ঠীর মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts