Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • Pakistani Spy: পহেলগাঁও হামলার আগেই পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি! পুলিশের তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য
দেশ

Pakistani Spy: পহেলগাঁও হামলার আগেই পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি! পুলিশের তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য

Email :14

ভারত-পাকিস্তান সম্পর্ক যখন নতুন করে উত্তেজনার পর্যায়ে, ঠিক তখনই একজন ইউটিউবারের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির (Pakistani Spy) অভিযোগে গ্রেফতার করেছে হরিয়ানার হিসার পুলিশ। ধৃতের নাম জ্যোতি মালহোত্রা (Pakistani Spy)। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই ইনফ্লুয়েন্সার বর্তমানে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন (Pakistani Spy)।

কী অভিযোগ পুলিশের?
রবিবার (১৮ মে) হিসারের পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান সাংবাদিক সম্মেলনে জানান, “আধুনিক যুদ্ধ শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই। পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভরা (PIO) এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের টার্গেট করছে—তাদের মাধ্যমে প্রভাব বিস্তার এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।” তিনি আরও জানান, জ্যোতির আয় ও বিদেশভ্রমণের মধ্যে অসঙ্গতি রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি পাকিস্তানে একাধিকবার এবং চিনে একবার ভ্রমণ করেছেন। সংঘাতকালীন সময়ে তিনি PIO-দের সঙ্গে যোগাযোগ রাখতেন। তাঁর আর্থিক লেনদেন ও স্পনসরড ভ্রমণের পেছনে অজ্ঞাত উৎস থেকে আসা টাকা রয়েছে বলে সন্দেহ।

পহেলগাঁও হামলার সঙ্গে সংযোগ?
২০২৫ সালের ২২ এপ্রিল, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিরস্ত্র ব্যক্তি নিহত হন। সেই ঘটনার পরই ভারতে শুরু হয় ‘অপারেশন সিঁদুর’, এবং পাকিস্তানের একাধিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় ভারত।

হিসার পুলিশের দাবি, “পহেলগাঁও হামলার ঠিক আগেই জ্যোতি মালহোত্রা পাকিস্তানে গিয়েছিলেন। তদন্ত চলছে, হামলার ঘটনার সঙ্গে তাঁর ভ্রমণের কোনও সংযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।” এসপি শশাঙ্ক সাওয়ান জানিয়েছেন, “জ্যোতির মোবাইল এবং সোশ্যাল মিডিয়া যোগাযোগ খতিয়ে দেখে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে তিনি আরও কিছু ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন, এবং তাঁদের মধ্যেও কেউ কেউ PIO-দের সঙ্গে সংযুক্ত ছিলেন বলে তথ্য রয়েছে।”

বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত
এই ঘটনায় সম্পূর্ণ তদন্তে সহায়তা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। হিসার পুলিশ নিশ্চিত করেছে, “PIO-রা একটি বৃহৎ নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছে, যেখানে সোশ্যাল মিডিয়াই হয়ে উঠছে অন্যতম হাতিয়ার।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts