সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী কনটেন্ট শেয়ার করার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের গুসকরা থানার পুলিশ এক রেলকর্মীকে গ্রেফতার (Arrested) করেছে। ধৃত (Arrested) ব্যক্তির নাম ইমারুল শেখ ওরফে স্বপন শেখ (৫০)। তিনি পূর্ব বর্ধমানের পিচকুড়ি গ্রামের বাসিন্দা (Arrested)।
পুলিশ সূত্রে জানা গেছে, ইমারুল শেখ নিজের ফেসবুক প্রোফাইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠ নকল করে তৈরি একটি ফেক ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে দাবি করা হয়, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণের সময় পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছেন। পোস্টের সঙ্গে হাসির ইমোজি ও পাকিস্তান ও বাংলাদেশের পতাকাও যুক্ত ছিল, যা দেশবিরোধী বার্তা ছড়ানোর জন্য যথেষ্ট ছিল বলে পুলিশের দাবি।
ঘটনাটি পুলিশের নজরে আসতেই গুসকরা থানার পুলিশ পিচকুড়ি গ্রামে অভিযান চালায় এবং ধৃতকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ইমারুল শেখ প্রাথমিক জেরায় নিজের অপরাধ স্বীকার করেছেন।
এই ঘটনার প্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলায় সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ও বিভ্রান্তিকর পোস্টের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে প্রশাসন। ইতিমধ্যেই জেলার কাটোয়া, কালনা ও গুসকরা থানা এলাকা থেকে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ধরনের ভুয়ো ও উস্কানিমূলক কনটেন্ট দেশবিরোধী মানসিকতা উসকে দেয় এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।