ভারত ভ্রমণের উদ্দেশ্যে পর্যটক ভিসা নিয়ে এসেছিলেন এক ইরানি নাগরিক (Irani Tourist)। উদ্দেশ্য ছিল ঘোরাঘুরি, ভারতের সংস্কৃতি দেখা । কিন্তু বাস্তবে কী করলেন তিনি (Irani Tourist)? সরাসরি এক সোনার দোকানে ঢুকে চুরির চেষ্টা, আর চমকপ্রদভাবে সঙ্গে ছিলেন নিজের নাবালক ছেলে (Irani Tourist)!
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বাজার এলাকায়। অভিযুক্তের নাম আলী মেহবুবি। শুক্রবার সন্ধ্যায় তিনি ও তাঁর ছেলে এক সোনার দোকানে ঢোকেন। দোকানের ভেতরে ঢুকে আচমকাই তিনি সোনার গহনা হাতাতে যান। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করতেই তাঁকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আলী ও তার ছেলের ভিসার মেয়াদ কয়েক দিন আগেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারা দেশে ফেরেননি। বর্তমানে আলীকে গ্রেফতার করে শনিবার কালনা মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
আলী মেহবুবির নাবালক ছেলেকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে বর্ধমানের জুভেনাইল জাস্টিস বোর্ডে। কালনার SDPO রাকেশ চৌধুরী জানিয়েছেন, “সমস্ত আইনি প্রক্রিয়া মেনে ধৃতের দেশে ইরান সরকারকে বিষয়টি জানানো হবে।”