হায়দরাবাদের ঐতিহাসিক চারমিনারের একদম কাছেই গুলজার হাউসের পাশে একটি তিনতলা ভবনে রবিবার ভোরে ভয়াবহ আগুন (Fire Breaks Out) লাগে। এই ঘটনায় এখনও (Fire breaks out) পর্যন্ত কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ভোর ৬টা নাগাদ ভবনটির প্রথম তলে আগুন (Fire breaks out) লাগে, যেখানে মুক্তো ও গহনার দোকান ছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে উপরের তলাগুলোতেও। ওই ভবনের উপরের তলাগুলিতে বেশ কিছু পরিবার বসবাস করতেন। আগুনের আতঙ্কে অনেকেই ছাদে উঠে যান, কারণ নিচে নামার সুযোগ পাননি।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১১টি ইঞ্জিন কাজ করছে। এখনও পর্যন্ত দমকল কর্মীরা অন্তত ৫ জনকে জীবিত উদ্ধার করেছেন। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় দমকলের ইঞ্জিনগুলি সোজাসুজি ভবনের সামনে পৌঁছতে পারছে না। পাশের একটি ভবনের ছাদ বেয়ে আগুন নেভানো ও উদ্ধারকাজ চালাতে হচ্ছে।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।