Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ISRO-র ১০১তম মিশনে বিভ্রাট, সফল হয়নি EOS-09 উৎক্ষেপণ
দেশ

ISRO-র ১০১তম মিশনে বিভ্রাট, সফল হয়নি EOS-09 উৎক্ষেপণ

Email :5

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) EOS-09 স্যাটেলাইট উৎক্ষেপণের সময় তৃতীয় ধাপে প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়, যার ফলে মিশনটি ব্যর্থ হয় বলে জানিয়েছেন ISRO প্রধান ভি নারায়ণন। রবিবার উৎক্ষেপণের পর বিজ্ঞানীদের (ISRO) উদ্দেশে ভাষণে তিনি বলেন, “তৃতীয় ধাপের কার্যক্রম চলাকালীন একটি পর্যবেক্ষণ ধরা পড়েছে এবং এর ফলে মিশন সম্পন্ন করা যায়নি। আমরা বিশ্লেষণ শেষে আবার ফিরে আসব।”

ISRO এই বিষয়টি নিয়ে এক্স X হ্যান্ডেলে একটি পোস্টে জানায়, “আজ ১০১তম উৎক্ষেপণ প্রচেষ্টা ছিল। PSLV-C61 এর পারফরম্যান্স দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপে প্রযুক্তির কারণে মিশনটি সফল হয়নি।” এটি ছিল ISRO-র ১০১তম উৎক্ষেপণ, যার মাধ্যমে Earth Orbiting Satellite বা EOS-09 উৎক্ষেপণের পরিকল্পনা ছিল। এই স্যাটেলাইটকে সূর্য-সমলয় ধ্রুবক কক্ষপথে (Sun Synchronous Polar Orbit – SSPO) স্থাপন করার লক্ষ্য ছিল।

পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ ধাপের উচ্চতা কমাতে Orbit Change Thrusters (OCT) ব্যবহার করা হতো। এর পর ধাপে ধাপে Passivation (নিষ্ক্রিয়করণ) প্রক্রিয়া চালানো হতো, যার উদ্দেশ্য ছিল উৎক্ষেপণ-পরবর্তী ধাপের কক্ষপথে অবস্থানকাল কমানো এবং মহাকাশ ব্যবস্থাপনায় দায়িত্বশীলতা নিশ্চিত করা।

EOS-09 একটি উন্নত আর্থ পর্যবেক্ষণ স্যাটেলাইট, যার মধ্যে C-band সিন্থেটিক অ্যাপারচার রাডার প্রযুক্তি রয়েছে। এটি দিন-রাত্রি কিংবা যেকোনো আবহাওয়ায় পৃথিবীর পৃষ্ঠের উচ্চ রেজোলিউশনের ছবি তুলতে সক্ষম। এই প্রযুক্তি ভারতের নজরদারি ও বিভিন্ন খাতের ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সহায়তা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts